গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ স্থানীয় সরকার বিভাগের আদেশে বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র
অপসারণ হওয়ায় তার স্থলে পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।
আজ বুধবার ২১আগষ্ট তিনি প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। সেইসাথে পৌর কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়কালে তিনি আগামী সপ্তাহ থেকে পৌর সভার সকল কার্যক্রম পরিচালনার কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিমু আকতার, আঞ্জুয়ারা বেগম, লাভলী
আকতার তুলি, ২নং ওয়ার্ড কাউন্সিলর হযরত আলী হিরণ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজার
রহমান মোস্তা, ৪নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হারুন আর রশিদ,
৬নং ওয়ার্ড কাউন্সিলর সাদিদ হাসান শোভন, ৭নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী রতন, ৮নং
ওয়ার্ড কাউন্সিলর ওবাইদুর রহমান জ্যাক, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মিলন প্রাং, পৌর নির্বাহী
কর্মকর্তা শাহীন মাহমুদ, সহকারী প্রকৌশলী কাজি রবিউল ইসলাম, হিসাব রক্ষক খুরশিদ আলম,
লাইসেন্স পরিদর্শক জাহাঙ্গীর আলম, কর আদায়কারী আবু সাঈদসহ বিভিন্ন কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ। শুরুতেই নতুন প্রশাসককে ফুল দিলে শুভেচ্ছা জানান কাউন্সিলর ও কর্মকর্তা-
কর্মচারীবৃন্দ।