আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ দীর্ঘ আট বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার জংশন
শহরের ঐতিহ্যবাহী হোটেল ষ্টার ও হোটেল ষ্টার আবাসিকের মালিকানা দখলে নিয়েছেন প্রয়াত স্টার
হোটেল মালিক ওসমান গণীর পরিবারের সদস্যরা ।
গত রোববার দুপুরে ষ্টার পরিবারের সদস্যরা দুটি
হোটেল দখলে নিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন । ২০১৬ সালে ওসমান গণীকে এলাকা ছাড়া করে
তাঁর ছেলে এস এম জুয়েলের আপ্রকাশি এনজিও’র পাওনাদার নারীরা হোটেল ষ্টার এবং এলাকার
অটোরিক্সা শ্রমিক নেতা নুর ইসলাম ষ্টার আবাসিকের দখল করে নেয় ।
প্রয়াত ওসমান গণীর ছেলে মনোয়ার হোসেন বলেন, তাঁর ছোট ভাই এস এম জুয়েল সান্তাহারে
আপ্রকাশি নামের একটি এনজিও খোলেন ।
পরবর্তিতে পাওনাদারদের টাকা দিতে না পেরে সে এলাকা ছেড়ে চলে যায় । পাওনাদাররা আমার ভাইয়ের টাকা না পেয়ে বাবার হোটেলে হামলা চালায় এবং কিছু
নারীর সহযোগীতায় হোটেল দখলে নেয় । পরে সান্তাহার শহরের এক শ্রমিক নেতা নুর ্ধসঢ়;ইসলাম একই
ভাবে আমাদের ষ্টার আবাসিক হোটেল দখল করে নেয় । কিছুদিন পর নওগাঁ শহরের আওয়ামীলীগ নেতা
ফিরোজ হোসেন রেলওয়ের কিছু অসাধু কর্মচারীর সহয়তায় জাল লাইসেন্স তৈরী করে হোটেল ষ্টার তাঁর
দখলে নিয়ে ব্যবসা শুরু করেন । সম্প্রতি মহামান্য হাইকোট বিভাগ বাবার নামের লাইসেন্স আমাদের
ভাইদের নামে করার নির্দেশ দিয়েছে । সেই মোতাবেক আমরা আমাদের নিজের তৈরী হোটেল দখল
নিয়েছি ।
তিনি বলেন, আশা করি বর্তমান সরকার এবং এলাকার জনগন আশাদের সাহায্যে করবেন । বিষয়টি
নিয়ে ফিরোজ হোসেন ও নুর ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁদের দুজনার ফোনই
বন্ধ পাওয়া যায় ।