1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
খাগড়াছড়িতে ৩ পর্যটক অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় প্রান গেলো রকি’র সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  সিংড়ায় ইউপি চেয়ারম্যান নারীসহ জনতারহাতে আটক ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস! বগুড়ার নন্দীগ্রামে মেশিনের ফিতায় জড়িয়ে যুবকের মিত্যু পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক নাটোরের বড়াইগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত- ১০ পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২  গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু

খাগড়াছড়িতে ৩ পর্যটক অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার

নিউজ ডেস্কঃ-
  • মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
খাগড়াছড়িতে ৩ পর্যটক অপহরণ, পুলিশি তৎপরতায় উদ্ধার
print news

সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়িতে তিনজন পর্যটক অপহরণকারীদের কবলে পড়েছেন বলে জানা গেছে। তবে পুলিশের তৎপরতায় উদ্ধার পেয়েছেন তারা। অপহরণকারীরা ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিলেন বলে জানিয়েছেন ভুক্তভোগীদের

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে দীঘিনালার জামতলী এলাকায় ঘটে এ ঘটনা। ভুক্তভোগী তিন পর্যটকের নাম এসএম নাহিদ উজ জামান (৩৮), মামুন ফকির (৩৮) এবং জোবায়ের আলম (২৮) বলে জানা গেছে। তাদের সবার বাড়ি ফরিদপুর জেলায়।

মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দেন ভুক্তভোগী এসএম নাহিদ উজ জামান। এসময় তিনি বলেন, দীঘিনালার জামতলী এলাকায় পৌঁছালে তাদের গাড়ির গতিরোধ করে কয়েকজন অচেনা ব্যক্তি। এরপর গাড়ি থেকে নামিয়ে মারধর করে তাদের কাছে ৫০ লাখ টাকা দাবি করে সংঘবদ্ধ চক্রটি। একপর্যায়ে দরকষাকষি করে ২০ লাখ টাকা মুক্তিপণে তাদের ছাড়তে রাজি হন অপহরণকারীরা।

এ সময় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে টাকার কথা বললে পরিবারের লোকজন খাগড়াছড়ি পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ সুপার অপহরণকারীদের নম্বরে যোগাযোগ করলে ট্রু কলারে পুলিশ সুপারের নাম দেখে তাদের ছেড়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জানতে চাইলে খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। এ বিষয়ে একটি অপহরণ মামলা হবে। যত দ্রুত সম্ভব অপহরণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews