1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাবনায় প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
আত্রাইয়ে সোঁতি জাল দিয়ে মাছ ধরতে নদীর বাঁধ কাম সড়ক ভেঙ্গে দেয়ার অভিযোগ সিরাজগঞ্জে বিএনপি’র সম্প্রীতি সমাবেশে যেভাবে মঞ্চ ভেঙ্গে পড়ল বাংলাদেশে রয়্যাল এনফিল্ড লঞ্চ হচ্ছে সোমবার ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে : ড. আসিফ নজরুল হামাস প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত ফকির লালন সম্রাট ছিলেন না, তিনি ছিলেন সাধক: মৎস্য উপদেষ্টা বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি প্রদান দাম নিয়ন্ত্রণে ডিম ও ভোজ্যতেলে শুল্ক-কর অব্যাহতি স্বৈরাচার ফ্যাসিস্টদের প্রেতাত্মারা এখনও সমাজে রয়েছে রিজভী পাঁচবিবিতে দাফনের ২ মাস পর কবর থেকে বিশালের লাশ উত্তোলন ছেলে হত্যার বিচার চায় পরিবার কানাডার সার্বভৌমত্ব লংঘন করেছে ভারত, বিষয়টি স্পষ্ট : ট্রুডো চাঁপাইনবাবগঞ্জে শাহীন আলম নামে সাংবাদিকে হত্যার হুমকি সারিয়াকান্দিতে বজ্রপাতে একজন নিহত, আহত ২ ৪৬ রানে অলআউট, নিউজিল্যান্ড লজ্জায় ভারত রাষ্ট্র সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে আরও ৪ সংস্কার কমিশন

পাবনায় প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি

মাসুদ রানা পাবনা
  • বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
Screenshot 6 3
print news

পাবনা প্রতিনিধি -শিক্ষকদের সকল ধরনের বৈষম্য দুর করে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা। 

অবিলম্বে দাবি পুরণ না হলে সকল শিক্ষকদের সঙ্গে নিয়ে রাজপথে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

সহকারি শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ, পাবনার আটঘরিয়া উপজেলার  ব্যানারে বৃহস্পতিবার ৩ অক্টোবর বিকেলে উপজেলা প্রধান ফটকের  সামনে এই মাববন্ধন অনুষ্ঠিত হয়।

‘শিক্ষকরা কেন ৩য় শ্রেণির কর্মচারি?, ‘আমরা জাতির কারিগর, দশম গ্রেড আমাদের অধিকার’, ‘সহকারি শিক্ষকদের সম্মান করো, ১০ম গ্রেড বাস্তবায়ন করো’,

নতুন এই বাংলা বৈষম্যের ঠাই নাই, দাবি মোদের একটাই ১০ম গ্রেড বাস্তবায়ন চাই’ ইত্যাদি শ্লোগান সংবলিত প্লেকার্ড হাতে নিয়ে শত শত শিক্ষক-শিক্ষিকরা এই মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে তারা বলেন, আজ আমরা শিক্ষকরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমরা যখন বৈষম্যের শিকার হয়েছি তখনই আমরা রাজপথে নেমেছি। 

এসএসসি-এইচএসসি পাস করেও অনেক সরকারি কর্মচারিরা ১০ম গ্রেডে বেতন পান কিন্তু আমরা জাতি গড়ার কারিগর স্নাতক পাসধারী হয়েও ১৩তম গ্রেডে বেতন পাচ্ছি। এটা খুবই দুঃখজনক। 

আমরা আমরা করি বর্তমান সরকার আমাদের দাবি মেনে নিয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন করবে যদি বাস্তবায়ন না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।

মানববন্ধনে দাবিন সাথে একত্ততা প্রকাশ করে মানববন্ধনে অংশ গ্রহণ করে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রইচ উদ্দিন রবি, 

সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, আলতাফ হোসেন, মিজানুর রহমান, শহিদুল ইসলাম, মাসুদ রানা, শফিউল্লাহ শফি, আশরাফুল আলম, জাকির হোসেন, কামাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

পরে শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews