1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ২৮ অক্টোবর » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ২৮ অক্টোবর

বিনোদন ডেস্কঃ-
  • সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু ২৮ অক্টোবর
print news

আগামী ২৮ অক্টোবর থেকে বসবে টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৩৭তম আসর। চলতি বছরের উৎসবের জন্য জমা পড়েছিল মোট ২ হাজার ২৩টি সিনেমা। এবার মূল প্রতিযোগিতা ছাড়াও অন্যান্য বিভাগের জন্য নিজেদের তৈরি সিনেমা জমা দিয়েছেন ১১০টি দেশের চলচ্চিত্র পরিচালকরা

টোকিও চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ হচ্ছে এর আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ। বরাবরের মতো এবার প্রতিযোগিতা বিভাগের জন্য ১৫টি সিনেমাকে বেছে নেওয়া হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে, জাপান ও চীনের ৩টি করে সিনেমা, কলম্বিয়া, কাজাখস্তান, ব্রাজিল, ফ্রান্স, তাইওয়ান, পর্তুগাল, হংকং, স্লোভানিয়া ও রুমানিয়ার একটি করে ফিল্ম।

হংকংয়ের বিখ্যাত অভিনেতা টনি লিউংয়ের সভাপতিত্বে পাঁচ সদস্যের জুরি বোর্ড উৎসবের শেষ দিনে সেরা সিনেমা ছাড়াও আরও কয়েকটি পুরস্কারের জন্য বেছে নেওয়া বিজয়ীদের নাম ঘোষণা করবেন।

টোকিও উৎসবের দ্বিতীয় আকর্ষণীয় বিভাগ হচ্ছে এশিয়ান ফিউচার। এশিয়ার নবীন চলচ্চিত্র নির্মাতাদের উৎসাহিত করার জন্য জাপান ফাউন্ডেশনের সহায়তায় প্রতিযোগিতার জন্য দশটি সিনোমকে বেছে নেওয়া হয়। তবে শর্ত হচ্ছে, সেসব সিনেমা অবশ্যই নির্মাতাদের প্রথম কিংবা দ্বিতীয় হতে হবে।

এবারের প্রতিযোগিতার জন্য নির্বাচিত দশটি সিনেমার মধ্যে ইরান ও জাপানের দুটি করে সিনেমা, তুরস্ক, মালয়েশিয়া, হংকং, চীন, ফ্রান্স ও নেদারল্যান্ডসের সহযোগিতায় আফগানিস্তানের দেশত্যাগী একজন নির্মাতার একটি ফিল্ম নির্বাচিত করা হয়েছে।

প্রধান এ দুটি বিভাগের বাইরে আরও রয়েছে, এনিমেশন বিভাগ এবং জাপানি ছায়াছবির জন্য বিশেষ বিভাগ নিপ্পন সিনেমা নাও। এ ছাড়া গত এক বছরে বিশ্বের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পুরস্কার পাওয়া চলচ্চিত্রের মধ্য থেকে নির্বাচিত কিছু সিনেমার গালা সিলেকশন এবং বিশ্বের বিভিন্ন দেশের উল্লেখযোগ্য ফিল্মের বিভাগ ওয়ার্ল্ড ফোকাস বিভাগে বেশ কিছু নির্বাচিত ছবি দর্শকদের জন্য প্রদর্শন করা হবে।

উল্লেখ্য, এবারের উৎসবের মূল সঞ্চালক হিসেবে মনোনয়ন পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জাপানি অভিনেত্রী কিকুচি রিঙ্কোকে। উৎসবটি চলবে টানা দশদিন। এছাড়া এবারের উৎসবে নারীর ক্ষমতায়ন–সংক্রান্ত একটি বিভাগ যুক্ত করা হয়েছে, বিভিন্ন দেশের নারী চলচ্চিত্র নির্মাতাদের তৈরি ছবি যেখানে দেখানো হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews