বাংলাদেশে আগামী সোমবার ৩৫০ সিসির ‘রয়্যাল এনফিল্ড’ বাইক লঞ্চ হতে যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘রয়্যাল এনফিল্ড বাংলাদেশ’ নামের একটি পেইজ চালু করা হয়, যেখানে প্রথমবারের মতো এ ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, রয়্যাল এনফিল্ডের উৎপাদনের জন্য কুমিল্লার চৌদ্দগ্রামে ইফাদ মটরস একটি আধুনিক উৎপাদন কেন্দ্র স্থাপন করেছে, যা স্থানীয়ভাবে বিশ্বমানের মোটরসাইকেল উৎপাদনের সক্ষমতা রাখে।
২০২৩ সালের ৭ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশে ৩৫০ সিসি পর্যন্ত মোটরসাইকেলের অনুমতি দেয়। এই সিসির মধ্যে রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়, ফলে বাইকারদের মধ্যে বাইকটি নিয়ে আগ্রহ বেড়ে যায়। সেই সময় ইফাদ মোটরস দেশের বাজারে রয়্যাল এনফিল্ডের উৎপাদন ও বিপণনের ঘোষণা দেয়।