1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
৩০৮ রানে অল আউট সাউথ আফ্রিকা, লিড ২০২ » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
সংবাদ সম্মেলনে অভিযোগ সাঁথিয়ায় গৃহবধূকে স্বামী ও তার পরিবার দ্বারা নির্যাতন, মামলা তুলে নিতে বাদীকে হুমকি জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন পত্নীতলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন সান্তাহারে মাদক’সহ কুখ্যাত মাদক ব্যবসায়ী রহিমা গ্রেপ্তার সারদা একাডেমিতে দুই শত বাহান্ন ক্যাডেট এসআইকে অব্যাহতি প্রদান বিরামপুরে জরায়ুমুখ ক‍্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা প্রদান বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত বেনাপোলের গোল্ড নাসিরসহ দুজনকে অভিযুক্ত করে চার্জশিট ঘোড়াঘাটে অজ্ঞান পাটির দৌরাত্ব ১ মাসে ৬টি ইজিবাইক ছিনতাই দেশ জাতির কল্যাণে মুসলিম নাগরিক সমাজের ৮ দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন ৩০৮ রানে অল আউট সাউথ আফ্রিকা, লিড ২০২ কালাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে খাবারের হোটেল দখলের অভিযোগ বেনাপোলে সাড়ে ১৩ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী আটক ২৫০ এসআই অব্যাহতিতে রাজনৈতিক কারণ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা জয়পুরহাট যুব নেতাকে হত্যার উদ্দেশ্যে হামলা, পকেট কমিটি গঠন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন  তেলাপিয়া মাছ কি বিষাক্ত, যা বলছেন বিশেষজ্ঞরা

৩০৮ রানে অল আউট সাউথ আফ্রিকা, লিড ২০২

স্পোর্টস ডেস্কঃ-
  • মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
৩০৮ রানে অল আউট সাউথ আফ্রিকা, লিড ২০২
print news

লোয়ার অর্ডারে ভিয়ান মুল্ডারের পর ড্যান পিটের সঙ্গে দারুণ এক জুটি গড়ে তোলেন কাইল ভেরেইনা। পৌঁছে যান ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিতে

তবে তিন অঙ্ক স্পর্শের পর আর বেশিক্ষণ টিকতে পারেনি। মেহেদী হাসান মিরাজের শিকার হয়ে দলের শেষ ব্যাটার হিসেবে আউট হন ১১৪ রানে।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ২০২ রানের লিড নিয়েছে দক্ষিণ আফ্রিকা। নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রানে গুটিয়ে যায় তারা।

এর আগে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। ৬ উইকেটে ১৪০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। তাদের দুই অপরাজিত ব্যাটার দুর্দান্ত শুরু করেন দ্বিতীয় দিনে। ধীরে ধীরে লিডও বাড়তে থাকে প্রোটিয়াদের। কাইল ভেরেইনের সঙ্গে ভিয়ান মুল্ডারের জুটিতে রানও আসতে থাকে।

বোলিংয়ে বাংলাদেশকে ভোগানো মুল্ডার হাফ সেঞ্চুরি তুলে নেন ব্যাট হাতেও। ১৪তম টেস্টে এসে প্রথম ফিফটি পেলেন তিনি, এর আগে তার সর্বোচ্চ ছিল ৪২ রান। এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ১১টি সেঞ্চুরি হাঁকিয়েছেন মুল্ডার।

হাফ সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতেই ফিরতে পারতেন মুল্ডার। কিন্তু নাঈম হাসানের বলে শর্ট লেগে তার ক্যাচ ছেড়ে দেন মুমিনুল। এরপর ম্যাচ বাংলাদেশের থেকে ক্রমেই দূরে সরে যেতে থাকে। তখনই দলের জন্য ত্রাতা হন হাসান মাহমুদ। দলকে প্রথম উইকেট এনে দিয়েছিলেন তিনিই। পরের পাঁচটি উইকেট নেন তাইজুল ইসলাম। দ্বিতীয় দিনের সকালের সেশনে যখন ম্যাচ দূরে সরে যাচ্ছিল, তখন টানা দুই বলে দুই উইকেট এনে দিয়েছেন তিনি। শুরুটা করেন মুল্ডারকে দিয়ে।

১১২ বলে ৫৪ রান করে তিনি ক্যাচ দেন স্লিপে। পরের বলেই কেশভ মহারাজকে বোল্ড করে দেন হাসান। হ্যাটট্রিকের সম্ভাবনা জাগলেও সেটি অবশ্য পূরণ হয়নি। প্রথম সেশনের শেষটা আরও রঙিন করতে পারতেন তিনিই।

কিন্তু পারেননি রান আউটের সুযোগ হাতছাড়া করে। হাসান মাহমুদের ফুল টসে সোজা খেলেন পিট। বোলারের হাত ছুঁয়ে স্টাম্পেই লাগে বল, তখন নন স্ট্রাইকার ক্রিজের ভেতরই আছেন। কিন্তু হুট করে স্ট্রাইক প্রান্ত থেকে ব্যাটার দৌড় শুরু করেন।

শুরুতে হাসান মাহমুদ বুঝতে না পারলেও পরে বলের দিকে দৌড়ে যান। কিন্তু তিনি যতক্ষণে থ্রো করেন, ততক্ষণে ব্যাটার অনেক দূর পৌঁছে গেছেন; হাসানের থ্রোও ব্যাটারের গায়ে লাগে।

লাঞ্চের পর পিটের সঙ্গে জুটি আরও পোক্ত করেন ভেরেইনা। তাইজুল ইসলামকে সুইপ মেরে ১৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এশিয়ার মাটিতে পাঁচ বছর পর সেঞ্চুরির দেখা পেলেন কোনো প্রোটিয়া উইকেটরক্ষক। এর আগে সবশেষ সেঞ্চুরি এসেছিল কুইন্টন ডি ককের ব্যাট থেকে।

প্রতিপক্ষের লোয়ার অর্ডার থেকে এমন প্রতিরোধ বাংলাদেশের কাছে নতুন কিছু নয়। অবশেষে ৩২ রান করা পিট এলবিডব্লিউর ফাঁদে ফেলে স্বস্তি এনে দেন মিরাজ। ভাঙেন ৬৬ রানের জুটি। এরপর তার বলেই ভেরেইনাকে স্টাম্পিং করেন লিটন দাস। ১৪৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ১১৪ রান করেন ভেরেইনা।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
DMCA.com Protection Status
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews