1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
পিরোজপুরে পুলিশসহ ছাত্রলীগের ৪ কর্মীকে কুপিয়ে জখম » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জাতীয়তাবাদী  দেশপ্রেমিক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হলেন নওগাঁর হাবিবুর রহমান পিরোজপুরের ভাসমান পেয়ারা বাজারে ধস, চাষীরা ঋণগ্রস্ত ২৮ শতাংশ কমে গেছে বাংলাদেশে ভারতের রপ্তানি পরিবর্তন হচ্ছে জেলা-মেট্রোপলিটন পুলিশের ইউনিফর্ম-লোগো ফিফা র‌্যাঙ্কিংয়ে পয়েন্ট হারিয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা বন্ধ করা হবে ৩ হাজার ৪৯১টি অবৈধ ইটভাটা সংবিধানকে এমনভাবে করব যাতে করে কোন মানুষ সুবিধা থেকে বঞ্চিত না হয় : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনার রিমান্ডের নামে আসামিকে জামাই আদর করার অভিযোগ  মহাদেবপুরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রীর মৃত্যু মিরাজের লাশ না কাটতে মায়ের আকুতি বদলগাছীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীনগরে গুম হওয়া আরিফুল ইসলামকে জিবীত ফিরে পেতে চায় স্ত্রী ও সন্তানেরা।  বাঁধনকে কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য দিল্লিতে মেয়ের সঙ্গে থাকছেন হাসিনা, দলবল নিয়ে ঘুরছেন পার্কে

পিরোজপুরে পুলিশসহ ছাত্রলীগের ৪ কর্মীকে কুপিয়ে জখম

নিউজ ডেস্কঃ
  • বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৬৭ বার পঠিত
print news

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টার সময় পিরোজপুর জেলা ডিবি (দক্ষিণ) অফিসার ইনর্চাজ মোহাম্মদ আসলাম উদ্দিনকেও এসময় কুপিয়ে জখম করে হামলাকারীরা/। 

মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যার পরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার পৌর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পৌর ছাত্রলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম মুন্না (২২), পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক শাওন (২৩), মঠবাড়িয়া পৌরসভা ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি জাহিদুল ইসলাম শুভ (২০), উপজেলা ছাত্রলীগ কর্মী রাব্বী ব্যাপারী (২০)।আহত পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে উদ্ধার করে মঠবাড়িয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসার জন্য নেয়া হয়। /হামলায় আহত অন্যদেরও উদ্ধার করে মঠবাড়িয়া ও বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। 

হামলার শিকার ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের পক্ষ থেকে রমজানে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রমে স্থানীয় চিহ্নিত কিছু সন্ত্রাসী হামলা চালায়।/ এসময় হামলাকারীরা তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে। হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তারা এতটাই বেপরোয়া যে ঘটনার সময় ডিবির ওসিকেও কুপিয়েছে।

মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং হামলাকারীদের আটকের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান জানান, মঠবাড়িয়া বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের ইফতার বিতরণের সময় প্রতিপক্ষের একটি গ্রুপ এসে তাদের উপর হামলা চালালে ৪ জন আহত হয়।/ এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলাকারীরা জেলা ডিবি (দক্ষিণ) এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসলাম উদ্দিনকে আহত করে। 

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews