1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে - ফারুকী » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে – ফারুকী

বিনোদন ডেস্কঃ-
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
ফোনে হুমকি দিয়ে তার খুনি ইমেজটাই বড় করে তুলছে - ফারুকী
print news

আন্দোলনে শুরু থেকেই ছাত্রদের পক্ষে সরব ছিলেন দেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। যে কারণে আওয়ামী লীগের চক্ষুশূলেও পরিণত হয়েছেন তিনি

সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সরব এই নির্মাতা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সম্প্রতি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে তিনি দলটিকে কিছু সত্য মেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গোত রোববার রাতে এক স্ট্যাটাসে ফারুকী লিখেছেন, জামায়াতকে যেমন ৭১ (১৯৭১ সালে মুক্তিযুদ্ধ প্রসঙ্গ) প্রশ্ন ডিল করতে হয়েছিল, এমনকি এখনও হচ্ছে। আওয়ামী লীগকেও ২৪ এবং তার আগের ১৬ বছর নিয়ে প্রশ্ন ডিল করতে হবে। এই সত্যটা আওয়ামী লীগ যতো দ্রুত বুঝবে ততোই তাদের এবং দেশের মঙ্গল।

এরপর বিগত সরকারের বিভিন্ন অন্যায়, অনৈতিক কাণ্ডের কথা উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘আপনি ভাব করবেন, জুলাইয়ে ঝাঁকে ঝাঁকে মানুষ মারেন নাই, ১৬ বছর ধরে গুমের সংস্কৃতি কায়েম করেন নাই, নিজের ক্যাশিয়ার দিয়ে ব্যাংক লুটপাট করেন নাই, বিচার-নির্বাহী-পুলিশ বাহিনী ধ্বংস করে দেন নাই, এমনকি সেনাবাহিনীর ভেতরে জিয়াউল আহসানের মতো নির্যাতনের টুল বানান নাই, সেটা হবে না। এতো এতো প্রমাণের যুগে অস্বীকার করাটা ব্র্যান্ড ইমেজ রক্ষা করার কোনো উপায় না।’

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেষ হাসিনাকে উদ্দেশ্য করে ফারুকী বলেন, ‘আর ফোনে এইসব হুমকি-ধামকি যে তার খুনি ইমেজটাই বড় করে তুলতেছে, এইটা বলার মতো লোকও পাশে নাই দেখে বুঝলাম কিভাবে সে মনস্টার হয়ে উঠলো।’

প্রসঙ্গত, সম্প্রতি শেখ হাসিনার পরপর কয়েকটি কলরেকর্ড ফাঁস হয়েছে। যেখানে তিনি দেশে ফেরার কথা বলেছেন। আবার কখনো অন্তবর্তীকালীন সরকার, বিএনপি-জামায়াত নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। ফারুকী সেসবের জবাবেই ফোনে হুমকি-ধামকির প্রসঙ্গ টেনে এনেছেন।

এর আগে এক স্ট্যাটাসে ১৯৯১ সালে মুক্তিযুদ্ধের সময়ে আওয়ামী লীগ ও জামায়াতের ভূমিকার কথা উল্লেখ করে মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, ‘আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ন্যারেটিভ যে আর দোয়ানো যাচ্ছে না, এর কারণ হচ্ছে জনগণ দেখতে পাচ্ছে একাত্তরের আগে আইয়ুব খাঁনের পান্ডা সংগঠন এনএসএফ যে ভূমিকায় ছিল, এই সময়ে ছাত্রলীগ চলে গেছে সেই ভুমিকায়। একাত্তরের জামায়াতের ভূমিকায় চলে গেছে আওয়ামী লীগ। যে দলটা একাত্তরে ছিলো জনগণের পক্ষে, এই সময়ে এসে তাদের অবস্থান বিপরীত দিকে।’

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews