রাজশাহী মহানগরীর মানুষের জন্য নিরাপদ পানি সরবরাহে নতুন মাইলফলক স্থাপন করেছে রাজশাহী সিটি করপোরেশন ও জিআইজেড সহযোগী প্রতিষ্ঠান ইকলি। সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হয়েছে নিরাপদ খাবার পানির এটিএম বুথ। প্রতিটি বুথ থেকে মাত্র ৮০ পয়সায় এক লিটার বিশুদ্ধ পানি পাওয়া যাবে। এছাড়া, বুথগুলোর পাশে হাত ধোয়ারও ব্যবস্থা রাখা হয়েছে।
নগরীর লক্ষীপুর মোড়, এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান, দরগা পাড়া, এবং বহরমপুর মোড়ে এই বুথগুলো স্থাপন করা হয়েছে। বুথগুলোয় আধুনিক প্রযুক্তিতে তিন স্তরে পানি ফিল্টারিংয়ের মাধ্যমে বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রত্যেকটি বুথ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। এই উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে নগরবাসী, বিশেষ করে কম আয়ের মানুষের জন্য এটি খুবই সুবিধাজনক বলে মনে করা হচ্ছে।
নগরীর লক্ষীপুর মোড়ে পানি সংগ্রহ করতে আসা ইউসুফ আলী নামের একজন ভোক্তা বলেন, এটিএম বুথে এভাবে সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি পাওয়া সত্যিই দারুণ। প্রতিদিন যে পানি কিনতাম ২০ লিটার ৫০ টাকায়, এখন এখান থেকে প্রতি লিটার মাত্র ৮০ পয়সায় নিতে পারছি। এই উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক।
কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানের বুথ থেকে পানি সংগ্রহ করতে আসা আব্দুল আলীম আরেক ভোক্তা জানান, আমাদের এলাকার পানি অনেক জায়গায় পাওয়া যায় না। এমনকি যেখানেই পাওয়া যায়, বিশুদ্ধতার নিশ্চয়তা থাকে না। এখানে নিজ চোখে বিশুদ্ধকরণ প্রক্রিয়া দেখতে পারছি। এতে আত্মবিশ্বাসও বাড়ছে।
দরগাহপাড়া এলাকার বুথে পানি সংগ্রহ করতে এসেছেন আহমেদ ইমন। তিনি বলেন, প্রত্যেকের মতোই আমরা স্বাস্থ্যসম্মত খাবার পানির গুরুত্ব বুঝি। এই এটিএম বুথের পানির মান অনেক উন্নত এবং সহজলভ্য, তাছাড়া দামও বেশ সাশ্রয়ী। আমরা নিয়মিত এখান থেকে পানি নেওয়ার পরিকল্পনা করেছি।
রাজশাহীর সচেতন নাগরিকরা বলছেন, এই প্রকল্পটির মাধ্যমে এটি স্পষ্ট হচ্ছে যে রাজশাহী সিটি কর্পোরেশন জনস্বাস্থ্য রক্ষায় কতটা গুরুত্ব দিচ্ছে। যেখানে পানির দাম বাড়ছে, সেখানে এটিএম বুথের মাধ্যমে বিশুদ্ধ পানি কম মূল্যে দেওয়া সত্যিই প্রশংসনীয়। তবে পানির এ সুবিধা দীর্ঘস্থায়ী করতে প্রতিটি বুথে নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, প্রতি এটিএম বুথে এটি পানি সংগ্রহ করতে রেজিস্ট্রেশন করতে হবে, যার খরচ ৫০ টাকা। বুথে রিচার্জ সুবিধা থাকায় নাগরিকেরা অনলাইনে সহজেই রিচার্জ করতে পারবেন। বুথগুলো রাজশাহীর মানুষকে সাশ্রয়ী মূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ করবে, যা বাণিজ্যিকভাবে বাজারজাতকৃত পানির চেয়ে উন্নত এবং স্বাস্থ্যসম্মত।