1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প » Daily Bogra Times
Logo বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইউনিয়ন পরিষদ বাতিল করবে না সরকার : স্থানীয় সরকার উপদেষ্টা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প বগুড়ায় ছাত্রদের কম মূল্যে সবজি বিক্রি শুরু কারমাইকেল কলেজের উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন ড. রেহেনা খাতুন  কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ ২ পুলিশ কর্মকর্তার মধ্যে একজনের মরদেহ ৩৬ ঘন্টা পর উদ্ধার গোদাগাড়ী বণিক সমিতির নির্বাচনে সভাপতি আসাদুজ্জামান মিলন সম্পাদক শরিফুল নরসিংদীতে পৃথক ৩টি অভিযানে অস্ত্র, গাঁজা উদ্ধারসহ ডাকাত গ্রেপ্তার  অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : রেজাউল করিম বাদশা হজের টিকিটের মূল্য কমলো ২০ হাজার টাকা রাজশাহীতে ১ লিটার বিশুদ্ধ পানি মাত্র ৮০ পয়সা বিচারপতি জুবায়ের রহমানকে প্রধান করে ইসি পুনর্গঠনে সার্চ কমিটি আগামী নির্বাচনে ‘না’ ভোটের পক্ষে ইসি কর্মকর্তারা বগুড়ায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাজশাহীতে সাংবাদিকের উপর হামলা ও মামলার প্রতিবাদে ১০ সংবাদিক সংগঠনের মানববন্ধন   সারিয়াকান্দিতে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল-কলেজের নিয়োগ বানিজ্যের অভিযোগ, তদন্ত শুরু

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ৫ অঙ্গরাজ্যেই এগিয়ে ট্রাম্প
print news

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র ৬ দিন বাকি। কমলা নাকি ট্রাম্প-কে হতে চলেছে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ, তা নিয়ে হচ্ছে নানা জল্পনা-কল্পনা

মার্কিন নির্বাচনে ৭ দোদুল্যমান অঙ্গরাজ্য থেকেই নির্ধারিত হয়ে থাকে ভোটের ফলাফল। চলতি সপ্তাহে এক জরিপে দেখা গেছে, ‘গেম চেঞ্জার’ ৭ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোর ৫টিতেই এগিয়ে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়েবসাইট ‘ফাইভ থার্টি এইট’ এর জরিপে উঠে এসেছেন এ তথ্য।

পেনসিলভেনিয়া

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়া (১৯ ইলেকটোরাল ভোট)। দোদুল্যমান এই রাজ্যটি একসময় ডেমোক্রেটিকদের কাছে ছিল। তবে ২০১৬ সালে এটি রিপাবলিকানদের হাতে চলে আসে।

এবারের নির্বাচনেও এই অঙ্গরাজ্যটিতে এগিয়ে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যেখানে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসকে ৪৭.৭ শতাংশ ভোটার পছন্দ করছে অন্যদিকে ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে চাচ্ছে ৪৮ শতাংশ ভোটার। রাজ্যটি শিল্প-প্রধান হওয়ায় চাকরি ও অর্থনৈতিক উন্নয়নের প্রতিশ্রুতি এখানে বড় বিষয়।

জর্জিয়া

ট্রাম্পের প্রথম মেয়াদের শেষে বেশ আলোচনায় আসে জর্জিয়া (১৬ ইলেকটোরাল ভোট)। এবারের নির্বাচনে রাজ্যটির ৪৮.৬ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছেন।

অন্যদিকে হ্যারিসের সমর্থনকারী এই রাজ্যটিতে বেশ কম। কেননা ৪৬ শতাংশ ভোটার পরবর্তী প্রেসিডেন্ট হিসাবে তাকে চাচ্ছে। এরপরও ডেমোক্রেটরা আশা করছেন, সংখ্যালঘু ভোটারদের সমর্থনে তারা জয়ী হতে পারেন।

উত্তর ক্যারোলাইনা

উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্যটি (১৬ ইলেকটোরাল ভোট) প্রায়ই রিপাবলিকানদের দখলে থাকে। এই রাজ্যটিতেও ৪৮.৪ শতাংশে এগিয়ে আছেন ট্রাম্প। অন্যদিকে হ্যারিস ৪৭.১ শতাংশ ভোটারদের পছন্দ হ্যারিস। যদিও ডেমোক্রেট প্রার্থী আশা করছেন অঙ্গরাজ্যটিতে পরিবর্তন আসবে।

মিশিগান

২০১৬ সালে ট্রাম্প মিশিগান (১৫ ইলেকটোরাল ভোট) রাজ্যটি ডেমোক্রেটদের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে ২০২০ সালে বাইডেন তা পুনরুদ্ধার করেন। এ রাজ্যটিতে জরিপে ৪৭.৬ শতাংশে এগিয়ে আছেন কমলা। আবার স্বল্প ব্যবধান ৪৭.৩ শতাংশ ভোটার ট্রাম্পকে পছন্দ করছে।

অ্যারিজোনা

মেক্সিকো সীমান্ত সংলগ্ন অ্যারিজোনা (১১ ইলেকটোরাল ভোট) রাজ্যটিতে অভিবাসন নীতি বড় ইস্যু। এ নীতিতে কড়া অবস্থানের কারণে ৪৮.৭ শতাংশ ভোটারের ট্রাম্পকে পছন্দ। অন্যদিকে রাজ্যটির ৪৬.৮ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে।

উইসকনসিন

উইসকনসিন (১০ ইলেকটোরাল ভোট) আরও একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। এবারের নির্বাচনে রাজ্যটিতে ৪৭.৯ শতাংশ ভোটার কমলাকে সমর্থন জানাচ্ছে। অন্যদিকে ট্রাম্পের সমর্থন কমে এ রাজ্যে তাকে সমর্থন দিচ্ছে ৪৭.৮ শতাংশ ভোটার।

নেভাডা

নেভাডাতে (৬ ইলেকটোরাল ভোট) ডেমোক্রেটদের শক্ত অবস্থান রয়েছে। ট্রাম্প এই রাজ্যে হোস্পিটালিটি শিল্পের কাজে যুক্ত হিস্পানিক ভোটারদের সমর্থনে লাভবান হতে পারেন। ফলে এবারের নির্বাচনে রাজ্যটি থেকে ট্রাম্পের সমর্থনে আছেন ৪৭.৫ শতাংশ ভোটার। অন্যদিকে কমলার সমর্থনে আছেন ৪৭.৩ শতাংশ ভোটার।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews