শেরপুর (বগুড়া) : বগুড়ার শেরপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে সুইটি খাতুন (১৯) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার দিনের যেকোন সময় সে আত্মহত্যা করে। সুইটি শাহ-বন্দেগী ইউনিয়নের শেরুয়া বটতলা গ্রামের শাহ আলম মিস্ত্রীর মেয়ে।
সুইটির মা ঝর্ণা বেগম জানান, গত রমজান মাসে ধুনট উপজেলার চিকাশি ইউনিয়নের আরকাটিয়া বাজার এলাকায় নাজমুল হকের সঙ্গে সুইটি খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের ৩মাস পর থেকেই স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় রাগ করে সুইটি বাবার বাড়ি চলে আসে।
এ অবস্থায় গত সোমবার স্বামীর বাড়িতে পাঠানো হয়েছিল কিন্তু তারা তাকে বাড়িতে উঠতে দেয়নি। সেখান থেকে বিকেলে বাড়ি ফিরে আসে সুইটি। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে তার মা চাতালের কাজে ও সুইটির বাবা রাজমিস্ত্রীর কাজ করতে যায়।
বাড়িতে কেউ না থাকায় সুইটি নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সুইটিকে তীরের সাথে ঝুলতে দেখে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে নিচে নামায়।
এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।