1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
ইউক্রেনীয় বাহিনী থেকে পালালো ১ লাখেরও বেশি সেনা » Daily Bogra Times
Logo শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সোনাতলায় যমুনার পানি কমতেই নদী ভাঙন শুরু ইউক্রেনীয় বাহিনী থেকে পালালো ১ লাখেরও বেশি সেনা পাঁচবিবিতে নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানাকে স্কাউটসের বিদায়ী সংবর্ধনা জয়পুরহাটে একই স্থানে বিএনপির ২ গ্রুপ কাউন্সিল ও সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি সারিয়াকান্দিতে কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে  বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন বিরামপুরে জামায়াতের পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল কেরোসিন ও ডিজেলের দাম কমলেও অকটেন-পেট্রল বিক্রি একই দামে ঢাকার মোঃপুরে বাড়ির ছাদে ‘জবাই’ ঘটনা সম্পর্কে যা জানা গেল বগুড়ায় শহীদ খোকন পার্কে কৃষক সমিতির  সমাবেশ সফল করতে হাটসভা ও কৃষক বৈঠক সাঁথিয়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন বগুড়ায় স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ইলন মাস্ক কেন ট্রাম্পের পেছনে এতো টাকা ঢালছেন? রোহিঙ্গাদের উ’আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

ইউক্রেনীয় বাহিনী থেকে পালালো ১ লাখেরও বেশি সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
ইউক্রেনীয় বাহিনী থেকে পালালো ১ লাখেরও বেশি সেনা
print news

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে গত প্রায় তিন বছরে ইউক্রেনের সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট থেকে ১ লাখেরও বেশি সংখ্যক সেনা পালিয়ে গেছে

আজ (৩১ অক্টোবর) ইউক্রেনীয় টেলিভিশন চ্যানেল নভিনির একটি লাইভ শোতে এই দাবি করেছেন দেশটির পার্লামেন্টের আইনপ্রণেতা আনা স্কোরোখোৎ।

যুদ্ধ শুরুর পর বিভিন্ন সময়ে এই সেনারা ব্যক্তিগত নানা কারণ দেখিয়ে ইউনিট প্রধানের কাছ থেকে ছুটি নিয়ে আর ফিরে আসেনি বলে লাইভ শোতে জানিয়েছেন আনা।

তিনি বলেন, ‘ছুটি কাটিয়ে কাজে যোগ না দেওয়া সেনা সদস্যদের সঠিক সংখ্যা আমি বলব না; কারণ এর সঙ্গে রাষ্ট্রের নিরাপত্তা এবং অন্যান্য অনেক স্পর্শকাতর ব্যাপার যুক্ত। তবে এই সংখ্যাটি ১ লাখের বেশি।’

ইউক্রেনের সেনাবাহিনীতে বিভিন্ন অনিয়ম ও বিশৃঙ্খলা চলছে বলে লাইভ শো’তে বলেছেন আনা। এ নিয়ে ইউক্রেনের অনেক সেনা ও তাদের পরিবারের সদস্য তার কাছে অভিযোগ করেছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

‘আমার কাছে তারা (সেনা ও তাদের পরিবারের সদস্যরা) প্রশ্ন করেছেন এবং আমি সেসবের উত্তর দিতে পারিনি। যেমন, ‘কেন আমি একজন সেনা হয়ে ট্যাংকের সামনে দাঁড়াব আর আমার সিনিয়র কমান্ডাররা ফ্রন্ট লাইন থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত ঘাঁটিতে বসে আরাম করবেন?’ কিংবা, ‘কেন সেনা কর্মকর্তাদের মাত্র ১০ থেকে ১৫ শতাংশ সত্যিকার অর্থে যুদ্ধের ময়দানে রয়েছেন এবং বাকিরা নিষ্ক্রিয় আছেন?’

ইউক্রেনের সামরিক বাহিনীর অন্যতম আইনজীবী রোমান লিখাশেভও এমপি আনা স্কোরোখোতের এই দাবির সত্যতা স্বীকার করেছেন।

রুশ সংবাদমাধ্যম আরটিকে এই আইনজীবী বলেন, ‘ইউক্রেনীয় বাহিনীতে নিশ্চিতভাবেই এক লাখেরও বেশি নথিভুক্ত সেনা দীর্ঘসময় ধরে অনুপস্থিত রয়েছে। সঠিক সংখ্যাটি একমাত্র সামরিক বাহিনীই বলতে পারবে।’

২০১৫ সালে সাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ, ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়া এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী, যা এখনও চলছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযানের নির্দেশ দিয়েছিলেন।

ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর তথ্য অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকে ইউক্রেনের সেনাবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা ছিল প্রায় আড়াই লাখ। কিন্তু সেনা সদস্যদের হতাহত হওয়া এবং দায়িত্ব ছেড়ে পালানোর কারণে ব্যাপক জনবল সংকটে পড়েছে ইউক্রেনীয় বাহিনী। এ কারণে ২০২৩ সালে কয়েক বার বেসামরিক নাগরিকদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক করে নির্দেশ জারি করেছে কিয়েভ।

যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইউক্রেনীয় বাহিনীর কত সংখ্যক সেনা নিহত হয়েছেন, সে সম্পর্কিত স্পষ্ট সঠিক তথ্য কখনও প্রকাশ করেনি ইউক্রেনের সেনাবাহিনী। জেলেনস্কি অবশ্য কয়েক মাস আগে বলেছিলেন, যুদ্ধে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন, কিন্তু তার এই বক্তব্য দেশজুড়ে হাস্যরসের সৃষ্টি করায় এ ইস্যুতে আর মন্তব্য করেননি তিনি।

এদিকে প্রায় তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিজ্জিয়া এবং খেরসন— এই চার প্রদেশের দখল করেছে রাশিয়া। মস্কোর প্রস্তাব— কিয়েভ যদি ক্রিমিয়াসহ এই চার প্রদেশকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে ইউক্রেনে সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে। অন্যদিকে কিয়েভের বক্তব্য, রাশিয়া যদি অধিকৃত অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেয়, শুধু তাহলেই শান্তি সংলাপে বসবে ইউক্রেন।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews