1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
চলনবিলে শৌখিন মৎস্য শিকারীদের পলো উৎসব » Daily Bogra Times
Logo শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
দিল্লিতে বসে শেখ হাসিনার বক্তব্য-বিবৃতিতে অসন্তুষ্ট ঢাকা দ্রুত সংসদ নির্বাচন দিতে চাই : ড. ইউনূস রংপুরে ৪৫ টাকা দামে আলু বিক্রি শুরু বিদেশি হস্তক্ষেপে বিগত সরকার ফ্যাসিস্টে পরিণত হয়েছিলো: আসিফ নজরুল সৌদি আরবে ‘ফ্যাশন শো’ মাতাচ্ছে হলিউড তারকারা! ভারতীয় বংশোদ্ভূত তুলসী হতে যাচ্ছে মার্কিন গোয়েন্দা প্রধান? অভ্যুত্থানে আহত যোদ্ধারা পাবেন ফ্রি চিকিৎসা ও ইউনিক আইডি কার্ড বগুড়ায় মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা, চিরকুট উদ্ধার এক কর্মস্থলে ৩ বছর পরই বদলী, পরিপত্র জারি আবারো ‘লাল গোলাপ’ নিয়ে ফিরছেন শফিক রেহমান পত্নীতলায় আরাফাত রফমান কোকো স্মৃতি আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের  উদ্ভোধন হিলিতে পলিথিন কারখানায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা জয়পুরহাটে রিক্সা চালকের মৃতদেহ উদ্ধার লালমনিরহাটে শহীদ মিরাজের মরদেহ ৩ মাস পর উত্তোলন বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত আবদুল্লাহ এর বাড়িতে নৌ-পরিবহন উপদেস্টা

চলনবিলে শৌখিন মৎস্য শিকারীদের পলো উৎসব

মোঃ মোতালেব হোসেন সিংড়া (নাটোর) প্রতিনিধি:-
  • শনিবার, ২ নভেম্বর, ২০২৪
চলনবিলে শৌখিন মৎস্য শিকারীদের পলো উৎসব
print news

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
চলনবিল অধ্যুষিত নাটোরের সিংড়া উপজেলায় ঐতিহ্যবাহী ‘বাউত
উৎসবে’ মেতেছেন শৌখিন মাছ শিকারিরা। অনেকে ‘পলো
উৎসব’ নামেও চেনেন কুয়াশাঢাকা ভোরের হিমেল হাওয়া জানান
দিচ্ছে শীতের আগমনী বার্তা। হেমন্তের কাকডাকা ভোরে পলো,
বেসাল, বাদাই
জালসহ মাছ ধরার নানা উপকরণ নিয়ে।
শনিবার (২ নভেম্বর) ভোরে চলনবিলে ছুটে আসছেন দ‚র-দ‚রান্তের
শৌখিন মৎস্য শিকারীরা। লোকজ রীতিতে হৈহুলোরে বিলের জলে মনের
আনন্দে চলছে মাছ শিকার।

রজমিনে দেখা যায়, চলনবিলে এ উৎসবে ১১টি বাস গাড়ি, ৭ টি
ট্রাক ও ৪ টি পিকআপ গাড়িতে চেপে এসে প্রায় ১৫শ মাছ
শিকারি সকাল থেকে দুপুর পর্যন্ত একসঙ্গে মৎস্য শিকার করছেন।
তাদের হাতে ছিল পলো, চাক পলো, নেট পলো, ঠেলা জাল, বাদাই জাল,
লাঠি জালসহ মাছ ধরার নানা সরঞ্জাম। বিলপাড়ে সমবেত হওয়ার পর
একসঙ্গে বিলে নেমে মাছ ধরার আনন্দ উৎসবে মেতে ওঠেন শিশু-
কিশোর, যুবক, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। শৌখিন মাছ শিকারীরা
একত্রিত হয়ে সারিবদ্ধভাবে বিলে পলো, ঠেলাজাল, বেরজাল দিয়ে মাছ
শিকার করেন। এ সময় দেশীয় প্রজাতির বিভিন্ন মাছ শোল, বোয়াল,
গজার, রুই, কাতলা, চিতল, পুঁটি, খৈলসা, শিং, টেংরা, পাবদা মাছ
ধরা পড়ে। দুপুরের দিকে মনে বেশ আনন্দ নিয়ে গন্তব্যস্থানে ফিরে যান
শিকারিরা।

চলনবিলে মাছ ধরতে আসা বাউত উৎসবের মৎস্য শিকারী গাইবান্ধা
পলাশবাড়ী এলাকার শাহাদাত হোসেন বলেন, আমি প্রায় ৮বছর ধরে
মৎস্য শিকার করি প্রতি বছর শখের বসে মাছ শিকারের জন্য দেশের
বিভিন্ন জায়গায় আসি। এখানে অনেক আনন্দ হয়। মাছ কেউ পাই
আর নাই বাউতের একটা উৎসব হয়। এজন্যই আমরা আসি।
পলাশবাড়ী বাসুদেবপুর এলাকার সাহেব মিয়া তিনিও ছোট বড়
কয়েকটি মাছ নিয়ে বাড়ি ফিরেছেন। তার এক হাতে ছিল পলো আর
এক হাতে শিকার করা মাছ।

পবনাপুর এলাকার আব্দুল কাদের বলেন, বহু পুরনোকাল থেকে হবিগঞ্জের
হাওরগুলোতে মাছ শিকারের জন্য পলোর ব্যবহার হয়ে আসছে তাই আমরা
আজ চলনবিলে মাছ শিকার করতে এসেছি।

জানা যায়, নাটোরের সিংড়া চলনবিলে, সালুল্লাপুর, সুন্দরগঞ্জ,
পলাশবাড়ি, গোবিন্দগঞ্জ, বনারপাড়া এলাকার প্রায় ১৫শ জন মৎস্য
শিকারী এসেছে চলনবিলে।

চলনবিল পরিবেশ উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণ ফরামের সভাপতি এস.এম
রাজু আহমেদ জানান, দল বেঁধে মাছ ধরার এ আয়োজনে মৎস্য
শিকারীদের ডাকা হয় বাউত। তাদের ঘিরেই উৎসবের নামকরণ। ভোরের
আলো ফুটতেই বিলাঞ্চলে দলবেঁধে মাছ শিকারে নামেন বাউতের।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews