1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
আজ মহাকবি আল্লামা ইকবালের ১৪৭তম জন্মবার্ষিকী » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
এবার ইলন মাস্কে চাকরী দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিপিএলের আগেই ফিরছেন তামিম ইকবাল ৩০ বছরে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, চাকরি হারাচ্ছেন স্টাফরা মধ্যরাতে উপদেষ্টাদের আশ্বাসে হাসপাতালে ফিরলেন আহতরা আড়াই কেজি চালে মিলছেনা এক কেজি আলুর বীজও রাজশাহী জোনাল সেটেলমেন্ট অফিসে ঘুষ ছাড়া মিলবেনা খতিয়ান-নকশা মাস্ক-বিবেককে ১ লাখ সরকারি চাকরি বাতিলের দায়িত্ব দিলেন ট্রাম্প সবার স্বাধীনতা রক্ষায় বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান বেড়েছে টিকিটের দাম কমেছে দর্শক মালদ্বীপের কাছে বাংলাদেশের হার সরকার চাইলেই মাঠ ছাড়বে সেনাবাহিনী: কর্নেল ইন্তেখাব জয়পুরহাটে বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মান্দায় বিএনপি’র গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত কালাইয়ে বোনের বাড়িতে মাছ নিয়ে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ভাইয়ের মৃত্যু

আজ মহাকবি আল্লামা ইকবালের ১৪৭তম জন্মবার্ষিকী

আন্তর্জাতিক ডেস্কঃ-
  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
আজ মহাকবি আল্লামা ইকবালের ১৪৭তম জন্মবার্ষিকী
print news

আজ ৯ নভেম্বর মহাকবি আল্লামা ইকবালের ১৪৭তম জন্মবার্ষিকী। ১৮৭৭ সালের এই দিনে তিনি পাঞ্জাবের সিয়ালকোটে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন অবিভক্ত ভারতবর্ষের একজন মুসলিম কবি, দার্শনিক, রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও ব্যারিস্টার

তাঁর ফার্সি ও উর্দু কবিতাকে আধুনিক ফার্সি ও উর্দু সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। আল্লামা ইকবালকে পাকিস্তানের আধ্যাত্মিক জনক হিসেবেও স্বীকৃতি দেয়া হয়। তিনি নিজের ধর্মীয় ও ইসলামী রাজনৈতিক দর্শনের জন্যও মুসলিম বিশ্বে বিশেষভাবে সমাদৃত ছিলেন।

আল্লামা ইকবাল ভারতীয়, পাকিস্তানি, বাংলাদেশি, ইরানি ও অন্যান্য আন্তর্জাতিক সাহিত্যের বিশিষ্ট কবি হিসাবে প্রশংসিত। যদিও ইকবাল বিশিষ্ট কবি হিসাবে সর্বাধিক পরিচিত, তিনি ‘আধুনিক সময়ের মুসলিম দার্শনিক চিন্তাবিদ’ হিসাবেও অত্যন্ত প্রশংসিত। তাঁর প্রথম কাব্যগ্রন্থ আসরার-ই-খুদি ১৯১৫ সালে ফার্সি ভাষায় প্রকাশিত হয়। কবিতার অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে রুমুজ-ই-বেখুদি, পয়গাম-ই-মাশরিক ও জুবুর-ই-আজাম উল্লেখযোগ্য।

তাঁর একটি বিখ্যাত চিন্তা দর্শন হচ্ছে ভারতের মুসলমানদের জন্য স্বাধীন রাষ্ট্র গঠন। এই চিন্তা পাকিস্তান রাষ্ট্র সৃষ্টিতে ভূমিকা রেখেছে। তার নাম মুহাম্মদ ইকবাল হলেও তিনি আল্লামা ইকবাল হিসেবেই সমধিক পরিচিত। ফার্সি সাহিত্যে অবদানের জন্য ইরানেও তিনি ছিলেন সমধিক প্রসিদ্ধ। তিনি ইরানে ইকবাল-ই-লাহোরী নামে পরিচিত।

পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে তাকে ‘পাকিস্তানের জাতীয় কবি’ হিসাবে স্বীকৃতি দিয়েছে। তার জন্মদিন ইকবাল দিবস পাকিস্তানে সরকারি ছুটির দিন হিসাবে পালন করা হয়।

দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য আল্লামা ইকবাল সংসদ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। একই দিন জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বিকাল ৩টায় জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

সংসদ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনিসুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠেয় সেমিনারে ‘আল্লামা ইকবালের স্বতন্ত্র স্বাধীন মুসলিম রাষ্ট্রের চিন্তা : আজকের বাস্তবতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ মাসিক সংস্কার সম্পাদক প্রফেসর ড. ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাবোশি উপস্থিত থাকবেন।

আলোচনায় অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ড. শহীদুজ্জামান, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আব্দুর রব, প্রখ্যাত কবি ড. মাহবুব হাসান এবং প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ তোশারফ আলী।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews