গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে আইনগত সহায়তা প্রদান কর্মসূচির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিনা খরচে নিন আইনী সহায়তা বাংলাদেশ সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই বিষয়কে ধারণ করে প্রশিকার প্রধান নির্বাহী জনাব, সিরাজুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রশিকার আইনি সহায়তা কর্মসূচির আওতায়,আজ (মঙ্গলবার) ১২ই নভেম্বর ২০২৪ তারিখ বিকাল ৪ ঘটিকায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের গুনভরি এলাকার স্থানীয় জনগণদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে মতবিনিময় সভা।
উল্লেখ্য প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ১৯৭৬ সাল থেকে দরিদ্র মানুষের ভাগ্যোন্নয়নের জন্য অর্থনৈতিক কর্মসূচির পাশাপাশি অনেকগুলো সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে, তার মধ্যে উল্লেখযোগ্য আইনগত সহায়তা প্রদান, নারী উন্নয়ন ও ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ গঠন, স্মার্ট হেলথ কেয়ার, প্রশিকা বিদ্যা নিকেতন, টেইলারিং এন্ড ড্রেস মেকিং, সুয়িং মেশিন অপারেশন, মোবাইল সার্ভিসিং, আইটি প্রশিক্ষণ, বিহেভিয়ার চেঞ্জ, মৌচাষ সহ ইত্যাদি।
সরকারি খরচে ও সহজে আইনী সহায়তা পাওয়া যায় মানুষকে এই বিষয়টি অবহিত করার জন্য মানবিক উন্নয়ন কেন্দ্র বাংলাদেশের সমগ্র জেলায় প্রশিকার বিভিন্ন শাখা অফিসের মাধ্যমে এই কার্যক্রমটি পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় কালির বাজার শাখার শাখা ব্যবস্থাপক জনাব,মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গুনভরি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মতলুবর রহমান। প্রধান আলোচক হিসেবে মূল্যবান আলোচনা করেন অ্যাড. জনাব, মোঃ আনিসুর রহমান কাজল পরিচালক প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি। তিনি বাল্যবিবাহ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায় সে বিষয়েও পরামর্শ দেন। সহযোগী আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাবা, শাহানাজ পারভিন সমন্বয়ক প্রশিকা আইনী সহায়তা কর্মসূচি। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন গাইবান্ধা জোনের বিভাগীয় ব্যবস্থাপক জনাব, আনন্দ মোহন। এই কর্মসূচির বিষয়ে স্থানীয় লোকদের কাছে জানতে চাইলে অধিকাংশ জনতা বলেন বিষয়টি আমরা অবগত ছিলাম না, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে এখন বিষয়টি জানলাম এবং অন্যদেরকেও জানাবো। অনেক অসচ্ছল লোক আছে যারা টাকার অভাবে তাদের আইনগত ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। যেহেতু সরকার এই সুবিধাটা দিচ্ছে তাই আমরা এই সুবিধাটি গ্রহণ করব। আমরা প্রশিকা ও বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য। সহযোগিতায় ছিলেন বাদিয়াখালীর শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আলতাফ হোসেন, কালিবাজার শাখার আনোয়ার শাহীন ইমরান রাবেয়া রাজু ও আইনুল হক প্রমুখ।