1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার  » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় প্রান গেলো রকি’র সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  সিংড়ায় ইউপি চেয়ারম্যান নারীসহ জনতারহাতে আটক ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস! বগুড়ার নন্দীগ্রামে মেশিনের ফিতায় জড়িয়ে যুবকের মিত্যু পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক নাটোরের বড়াইগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত- ১০ পাবনায় ইজিবাইক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২  গাবতলীতে কারের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে চালকের মৃত্যু

পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার 

মাসুদ রানা,
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
পাবনায় ভূয়া কবিরাজকে ১ মাসের কারাদন্ড, ৫টি মাথার খুলিসহ সরঞ্জাম উদ্ধার 
print news

পাবনা প্রতিনিধিঃ- পাবনার আটঘরিয়া উপজেলায় রেজাউল করিম(৪৫) নামক এক ভুয়া কবিরাজকে ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। (১ মাস)। 

আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রট মোঃ নাহারুল ইসলাম  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই কারাদণ্ড প্রদান করেন। 

জানা গেছে,  পাবনা জেলা এনএসআই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর সোমবার  সকালে আটঘরিয়া পৌরসভার ধলেশ্বর গ্রামের মৃত আবু বক্কার হোসেন এর ছেলে ভুয়া কবিরাজ রেজাউল করিম দীর্ঘদিন ধরে অসহায় মানুষকে ভুল বুঝিয়ে চিকিৎসা দিয়ে আসছে। 

এদিন সকালে জেলা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া কবিরাজ রেজাউলকে হাতে নাতে ধরে ২০২৪ সালের ৬৩/২০২৪ ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালের ৪১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৩০ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও ডা. কামরুজ্জামান, জেলা এনএসআই পাবনা সহকারী পরিচালক সহ স্থানীয় এলাকাবাসি। 

এলাকাবাসী জানান,রেজাউল করিম আজ থেকে চার/ পাঁচ বছর যাবৎ বিভিন্ন এলাকার মানুষকে বলে আসছিলেন আমার কাছে হিন্দু জেন আছে, আমার মেয়ের কাছে মুসলমান জেন আছে, এসব জেন সৌদি আরবের মক্কা মদিনা, ভারতের কামরুপ কামাখ্যা থেকে আসে।

স্বপ্নের মাধ্যমে জানান যে প্যারালাইসিস, জিন ভুতের আছর ভর করে আছে,স্বামীর সংসার জোড়া লাগানো, ভাঙ্গা প্রেমে জোড়া লাগানো, মনের মানুষকে পাওয়ার ব্যবস্থা করে দেওয়া, 

যৌনিলনে অক্ষম, বিবাহিত মেয়েদের বাচ্চা দানে অক্ষমদের বাচ্চা হওয়ানোর ব্যবস্থা করা সহ বিভিন্ন রোগের সুচিকিৎসা করার কথা বলে সাধারণ মানুষকে দীর্ঘদিন ধোকা দিয়ে আসছিলেন। তিনি চিকিৎসা বাবদ নগদ অর্থ, মুরগী, পাঠাছাগল হিসাবে নিতেন। 

ভুয়া প্রতারক কবিরাজি রেজাউল করিমের আস্তানা থেকে মালামাল গুলো হলো, ৫ টি মাথার খুলি, তজবি, হিন্দু ধর্মের বই, ত্রিসুল, একটি লাহার বড় চেন, শংখো, সিঁদুর,স্বামীর সংসার জোড়া লাগানো একটি মেয়ের ছবি  সহ আরও বিভিন্ন গাছগাছালির ছাল উদ্ধার করা হয়। 

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews