1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ » Daily Bogra Times
Logo বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
রংপুরে ৩.১ মাত্রার ভূমিকম্প অনুভূত নির্বাচন কমিশনের প্রধান হলেন নাসির উদ্দীন হিমালয়-কাঞ্চনজঙ্ঘার প্রভাবে পঞ্চগড়ে তাপমাত্রা ১৪ ডিগ্রিতে বগুড়ার শাজাহানপুরে বাসের ধাক্কায় প্রান গেলো রকি’র সাপাহারে  স্মার্ট  প্রকল্প ও কর্মকর্তাদর পরিচিতি সভা অনুষ্ঠিত  সিংড়ায় ইউপি চেয়ারম্যান নারীসহ জনতারহাতে আটক ফুলবাড়ীতে পরিবেশ বান্ধব পন্য উৎপাদন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন কাজিপুরে সেনা অভিযানে এক লক্ষ টাকার যৌন উত্তেজক ও নেশাজাতীয় ওধুষ জব্দ ভারত থেকে ফিরে এলেন পাচারের শিকার ২৪ জন মোবাইলে ভিডিও চালু রেখে পাবনার এক কিশোরীর ঢাকায় আত্মহত্যা গাইবান্ধায় জামায়াতের সঙ্গে বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া পর্যটকদের সেন্টমার্টিন যেতে লাগবে ট্রাভেল পাস! বগুড়ার নন্দীগ্রামে মেশিনের ফিতায় জড়িয়ে যুবকের মিত্যু পাবনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শ্বশুর-শাশুড়ি পলাতক নাটোরের বড়াইগ্রামে বিএনপির ২ পক্ষের সংঘর্ষে আহত- ১০

৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

নিউজ ডেস্কঃ-
  • সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ
print news

স্বাস্থ্য খাত ও গণমাধ্যম সংস্কার কমিশনসহ পাঁচ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে সরকার। অন্য কমিশনগুলো হলো, শ্রম সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন ও স্থানীয় সরকার সংস্কার কমিশন

কমিশনগুলো গঠন করে গতকাল রবিবার পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। আজ সোমবার মন্ত্রিপরিষদ থেকে এসব প্রজ্ঞাপন গণমাধ্যমে পাঠানো হয়।

স্বাস্থ্য খাত সংস্কার কমিশন:
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি প্রফেসর একে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন করা হয়েছে।

এ কমিশনের সদস্যরা হলেন-

  • অধ্যাপক ডা. মোহাম্মদ জাকির হোসেন, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য ইনফরমেটিক অধিদপ্তর, বিএসএমএমইউ
  • অধ্যাপক লিয়াকত আলী, চেয়ারম্যান, পথিকৃৎ ফাউন্ডেশন • অধ্যাপক ডা. সায়েবা আক্তার, গাইনোকলজিস্ট
  • অধ্যাপক ডা. নায়লা জামান খান, শিশু স্নায়ুতন্ত্র বিভাগ
  • এস এম রেজা, সাবেক সচিব
  • অধ্যাপক ডা. মোজাহেরুল হক, সাবেক আঞ্চলিক উপদেষ্টা (দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চল), বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  • ডা. আজহারুল ইসলাম, আইসিডিডিআর, বি
  • অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন, স্কয়ার ক্যান্সার সেন্টার, স্কয়ার হাসপাতাল,
  • অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, চিফ কনসালটেন্ট, গ্রিন লাইফ সেন্টার ফর রিউম্যাটিক কেউয়ার অ্যান্ড রিসার্চ
  • ডা. আহমেদ এহসানুর রাহমান, বিজ্ঞানী, শিশু ও মাতৃস্বাস্থ্য বিভাগ, আইসিডিডিআর, বি
  • উমারয়ের আফিফ, ৫ম বর্ষ, ঢাকা মেডিকেল কলেজ।

শ্রম সংস্কার কমিশন :

বাংলাদেশ ইনিস্টিউটে অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহি পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের শ্রম সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

এ কমিশনের অন্য সদস্যরা হলেন-

  • ড. মাহফুজুল হক, সাবেক সচিব, শ্রম ও কর্মসংস্থান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
  • ড. জাকির হোসেন, অধ্যাপক, ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • তপন দত্ত, সভাপতি, চট্টগ্রাম বিভাগীয় কমিটি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, টিইউসি
  • অ্যাডভোকেট এ কে এম নাসিম, সাবেক সভাপতি, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশন
  • ম. কামরান টি রহমান, সাবেক সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন
  • চৌধুরী আশিকুল আলম, সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ
  • সাকিল আখতার চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ লেবার ফেডারেশন
  • তাসলিমা আখতার, আলোকচিত্রী ও শ্রমিক আন্দোলন সংগঠক
  • শিক্ষার্থী প্রতিনিধি

স্থানীয় সংস্কার কমিশন:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে আট সদস্যের স্থানীয় সংস্কার কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ কমিশনের সদস্যরা হলেন-

  • অধ্যাপক ড. ফেরদৌস আরফিনা, ওসমান, সাবেক চেয়ারম্যান, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • এ এম এম নাসির উদ্দিন, সাবেক সচিব
  • অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট, সুপ্রিমকোর্ট
  • ড. মাহফুজ কবির, পরিচালক, বিআইএসএস
  • মাসুদা খাতুন শেফালী, নির্বাহী পরিচালক, নারী উদ্যোগ কেন্দ্র
  • প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম, সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • শিক্ষার্থী প্রতিনিধি

নারীবিষয়ক সংস্কার কমিশন:

১০ সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে নারীপক্ষের প্রতিষ্ঠাতা সদস্য শিরীন পারভিন হককে। এ কমিশনের অন্য সদস্যরা হলেন-

  • মাহীন সুলতান, সিনিয়র ফেলো, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট
  • সারা হোসেন, অবৈতনিক নির্বাহী পরিচালক, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট
  • ফৌজিয়া করিম ফিরোজ, সভাপতি, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি
  • কল্পনা আক্তার, সভাপতি, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশন
  • হালিদা হানুম আক্তার, নারী স্বাস্থ্য বিশেষজ্ঞ
  • সুমাইয়া ইসলাম, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী শ্রমিক কেন্দ্র
  • নিরুপা দেওয়ান, সাবেক সদস্য, জাতীয় মানবাধিকার কমিশন
  • ফেরদৌসী সুলতানা, সাবেক সিনিয়র সামাজিক উন্নয়ন উপদেষ্টা, এশিয়ান উন্নয়ন ব্যাংক
  • নিশিতা জামান নিহা, শিক্ষার্থী প্রতিনিধি।

গণমাধ্যম সংস্কার কমিশন

সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশনের ১০ সদস্যের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে।

এ কমিশনের সদস্যরা হলেন-

  • অধ্যাপক গীতিআরা নাসরীন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • শামসুল হক জাহিদ, সম্পাদক, দ্য ফিন্যানসিয়াল এক্সপ্রেস ও প্রতিনিধি, সম্পাদক পরিষদ
  • আখতার হোসেন খান, সচিব, নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ
  • সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব
  • ফাহিম আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, যমুনা টেলিভিশন ও ট্রাস্টি, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার
  • জিমি আমির, সাংবাদিক ও আহ্বায়ক, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক
  • মোস্তফা সবুজ, বগুড়া জেলা প্রতিনিধি, দ্য ডেইলি স্টার
  • টিটু দত্ত গুপ্ত, ডেপুটি এডিটর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড
  • আবদুল্লাহ আল মামুন, শিক্ষার্থী প্রতিনিধি
  • প্রতিনিধি, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওনার্স (অ্যাটাকো)

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন অবিলম্বে এর কার্যক্রম শুরু করবে এবং সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী ৯০ (নব্বই) দিনের মধ্যে প্রস্তুতকৃত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে।

এতে বলা হয়, কমিশনের প্রধান ও সদস্যরা সরকার কর্তৃক নির্ধারিত সরকারি পদমর্যাদা, বেতন বা সম্মানি ও সুযোগ-সুবিধা পাবেন; তবে শর্ত থাকে যে, কমিশন প্রধান বা কোনো সদস্য অবৈতনিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে বা সুযোগ-সুবিধা গ্রহণ করতে না চাইলে তা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন করতে পারবেন।

এতে বলা হয়, প্রজাতন্ত্রের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর বা সংস্থা কমিশনের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহসহ সকল ধরনের সহযোগিতা প্রদান করবে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিশন প্রয়োজনে উপযুক্ত ব্যক্তিকে কমিশনের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে; তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এ কমিশনকে সাচিবিক সহায়তা প্রদান করবে। কমিশনের কার্যালয় সরকার কর্তৃক নির্ধারিত হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews