দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই স্লোগানকে সামনে রেখে পাঁচবিবিতে আইডিএ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের বিদায় ও বরন অনুষ্ঠান- ২০২৪ আজ ২১ শে নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় থানা রোড সংলগ্ন ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও শিক্ষা অধিদপ্তরের অধীনে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত বিশ্ব ব্যাংকের অর্থায়নে এ ইনস্টিটিউটে বিদায় ও বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর জাহেরুল ইসলাম জুয়েল।
অ্যাকাউন্ট ইনচার্জ শরিফুল ইসলাম ও কম্পিউটার অপারেশনের বিদায়ী ছাত্র তানভীর হোসেনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেফাউল আজম,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মনোরঞ্জন দাস রতন ও থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী প্রমুখ। নবীনদের বরণ করে নিতে ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখে,ব্লক বাটিক ট্রেডের নবীন ছাত্রী নীলাঞ্জনা রায় ও বিদায়ী বক্তব্য রাখে সুইং মেশিন অপারেশন ট্রেডের বিদায়ী ছাত্রী ফারজানা রহমান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্রশিক্ষণ সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ও শিক্ষক প্রতিনিধিদের পক্ষে ব্লক বাটিক ট্রেডের প্রশিক্ষক স্মৃতি চৌধুরী।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মীর জাহিরুল ইসলাম জুয়েল জানান,৫টি ট্রেডে ৪ মাসের প্রশিক্ষণ কোর্স প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিদিন ৪ ঘন্টা করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মধ্যে ছিল সুইং মেশিন অপারেশন, ব্লক বাটিক এন্ড স্কিন প্রিন্টিং, টেইলারিং এন্ড ড্রেস মেকিং,ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেইন্স ও কম্পিউটার অপারেশন ট্রেড। প্রতিটি ট্রেডে ২৫ জন করে ৫টি ট্রেডে মোট ১২৫ জন ছাত্র-ছাত্রী প্রশিক্ষণ গ্রহণ করে বিদায় নিচ্ছে এবং এ সেশনে পুনরায় নবীন ১২৫ ছাত্র-ছাত্রী ট্রেনিংয়ের জন্য ভর্তি হয়েছে। আমি তাদের সাফল্য কামনা করি।