আইপিএলের সবথেকে দামী ক্রিকেটার এখন ঋষভ পন্ত। বিশ্বকাপ জয়ী এ ক্রিকেটারকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আজ আইপিএলের নিলাম শুরু হওয়ার পরপরই সব থেকে দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন শ্রেয়াস আইয়ার। গতবারের নিলামে সব থেকে বেশি দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড আজ নিলামের শুরুতেই ভাঙেন শ্রেয়াস আইয়ার। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতে কলকাতা। তবে এবার আর তাকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
তবে শ্রেয়াসের রেকর্ড ২০ মিনিটেই ভেঙে দেন ঋষভ পন্ত। পন্তকে দলে নেয়ার দৌড়ে ছিল লক্ষ্ণৌ, সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লী। লক্ষ্ণৌয়ের ডাক ২০ কোটি ৭৫ লাখ রুপিতে পৌছালে আরটিএম কার্ড ব্যবহার করে তাকে ধরে রাখার সুযোগ ছিল দিল্লীর। তবে পন্তের সাবেক দলকে আর এই সুযোগ দেয়নি লক্ষ্ণৌ। শেষবারের সুযোগে একবারেই ৬ কোটি ২৫ লাখ দাম বাড়ায় লক্ষ্ণৌ। এরপর আর কোনো দলই আগ্রহ না দেখালে ২৭ কোটি রূপিতে সব থেকে দামি ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েন পন্ত।
এর আগে আজকের মেগা নিলামে শ্রেয়াসকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।