1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময়  » Daily Bogra Times
Logo বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
সোনাহাট স্থলবন্দরে আমদানি রফতানি কারক সমিতির আহ্বায়ক কমিটি গঠন পাবনায় নিখোঁজের একমাসেও সন্ধান মেলেনি শিশু তামিমের ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ রাষ্ট্র পরিগঠন করলেই কেবল আলিফের শাহাদাত অর্থবহ হয়ে উঠবে : মাহফুজ আলম ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল চট্টগ্রাম সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখ্রুলের ফখরুল দুর্ঘটনায় হাসনাত-সারজিসের গাড়ী দুমড়ে-মুচড়ে গেল সারিয়াকান্দিতে সমবায়ীদের নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত আবারও বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি হারের জন্য স্পিনারদেরও কাঠগড়ায় তুললেন ফাহিম এবাত ইসকন নিষিদ্ধে ১০ আইনজীবীর লিগ্যাল নোটিশ ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল যারা হিন্দু-মুসলিম বিভাজন তৈরি করবে, তারা ইতিহাস থেকে হারিয়ে যাবে আইনজীবী হত্যা : ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের দাবি সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণসভা

জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময় 

আল আমিন, জয়পুরহাট প্রতিনিধিঃ-
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
জয়পুরহাটে যানজট নিরসনের উদ্যোগে পুলিশ সুপারের মতবিনিময় 
print news

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জেলার মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভার সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

সভায় পুলিশ সুপার মহোদয় মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের বিভিন্ন মতামত, প্রস্তাবনা এবং সমস্যাগুলো মনোযোগ সহকারে শোনেন।এবং  তিনি যানজট নিরসনে বাস্তবসম্মত সমাধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শৃঙ্খলা ও সচেতনতা বজায় রেখে যানজট সমস্যার সমাধান সম্ভব, তবে এর জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

পুলিশ সুপার আরও বলেন যে, শহরের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন ও যানবাহন চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি যানজট সমস্যার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার কে. এম. এ মামুন খান চিশতী, মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইন্সপেক্টর, ডিআইও-১, ডিএসবি, ওসি ডিবি এবং অন্যান্য পুলিশ সদস্যগণ।

মতবিনিময় সভার পর মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং যানজট নিরসনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, যানজট নিরসন ও জনসাধারণের স্বার্থে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে পুলিশ প্রশাসন সবসময় সচেষ্ট। জনগণের সহযোগিতা পেলে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব হবে।

পুলিশ প্রশাসনের এ ধরনের কার্যক্রম জেলার যানজট সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews