নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে খড়বাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ায় চালকসহ দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার রানীপুকুর (সোনাপুর-খামারবাড়ি) এলাকায় ঘটনাটি ঘটে। এঘটনায় নিহত ট্রাক চালক সুমন মিয়া গাইবান্ধা জেলার সদর উপজেলার পশ্চিম কামারনাই গ্রামের শামসুল হকের ছেলে। তবে এখন পর্যন্ত আরেকজনের নাম পরিচয় জানা যায়নি। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবরের কাছে হস্তান্তর করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। এতে নেতৃত্ব দেন মান্দা উপজেলা সার্ভিস ষ্টেশনের ষ্টেশন লিডার শফিউর রহমান। নওহাটা-ভীমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আকবর বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে খড়বোঝাই একটি ট্রাক নওগাঁ’র দিক থেকে রাজশাহী’র দিকে যাচ্ছিল। পথে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর (সোনাপুর-খামারবাড়ি) এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে চালকসহ দুই জনের মৃত্যু হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাসমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে একজনের পরিচয় সনাক্ত করা গেলেও অন্যজনের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। এবিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।