কুড়িগ্রাম,প্রতিনিধিঃ “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে ৯ ডিসেম্বর সকাল সাড়ে এগারোটায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুমের সভাপতিত্বে, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে, সমন্বিত জেলা কার্যালয় দুর্নীতি দমন কমিশন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উপলক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও মানববন্ধন করেছে।
সময় বক্তব্য রাখেন,ফুলবাড়ী উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা তুজ জোহরা, সহ-সভাপতি হোসেন আলী শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবর কবীর, মৎস্য অফিসার সিরাজুল ইসলাম,বড়ভিটা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শরিফ উদ্দিন।
এ উপস্থিত ছিলেন, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া লাকু, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা সোহেলী পারভীন,উপজেলা নির্বাচন অফিসার মাহবুবা রহমান,বিআরডিপির কর্মকর্তা উম্মে কুলসুম,উপজেলার দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য জাহাঙ্গীর আলমসহ আরো অনেক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক শিক্ষক হাবিবুর রহমান হাবিব।