বগুড়ার শেরপুরে জিয়ারুল ইসলাম (২৫) নামের এক ট্রাক চালক গাছের ডালের সাথে রশি বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার গাড়িদহ ইউনিয়নের বাংড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার (৯ ডিসেম্বর) ভোরে ফজর নামাজের জন্য বের হওয়া মুসুল্লিরা একটি গাছের ডালের সাথে মৃত দেহটি ঝুলতে দেখেন। পরে পুলিশকে খবর দিলে সকাল ৯টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন।
তার পিতা আব্দুল জলিল জানান, সে তিন সন্তানের জনক, ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করতো। গত ৮ ডিসেম্বর ট্রাক চালিয়ে বাড়িতে আসে সে। রাতে কখন গিয়ে আত্মহত্যা করেছে আর কি কারণে করেছে আমরা তা বলতে পারছিনা।