চাঁপাইনবাবগঞ্জে বেপরোয়া ট্রলির নিচে চাপা পড়ে কামরুল আলী ভুট্টু (৫৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছে। নিহত কামরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শাহীবাগ সরকার পাড়ার মৃত জুলফিকার আলীর ছেলে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে চাঁপাইনবাবগঞ্জে বিদিরপুর পুল পাড়া উলফুজ মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, দুপুরে চাঁপাইনবাবগঞ্জে বিধিরপুর পুল পাড়া এলাকায় একটি ট্রলি সাথে রিক্সা সংঘর্ষ হয়। এতে রিক্সা চালক কামরুল ট্রলির নিচে চাপা পড়ে গুরতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর ট্রলিসহ চালক পালিয়ে যায়। মরদেহটি হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।