1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
সিলেটে অস্ত্র নিয়ে মহড়া, শঙ্কিত ভোটাররা » Daily Bogra Times
Logo শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের পরামর্শ সিংড়ায় জামায়াতে ইসলামীর কর্মীশিক্ষা শিবির অনুষ্ঠিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বগুড়ায় কাঁচা মরিচ উঠানো শুরু, কমবে দাম হিলিতে নারী উদ্যোক্তা সদস্যের শো-রুম উদ্বোধন উল্লাপাড়ায় বাসাবাড়ি জোলার কালভার্ট চলাচল অযোগ্য, জনদূর্ভোগে মানুষ পদ্মা সেতু হয়ে বেনাপোল-যশোর-নড়াইল-খুলনা-ঢাকা ট্রেন চলাচল শুরু ২ ডিসেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে পাসপোর্ট যাত্রীরা হিলিতে আরনু জুটমিল বন্ধ, দিশেহারা শ্রমিকরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারলে, ধানের শীষের জয় নিশ্চিত : ডাঃ জাহিদ হোসেন কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুল শিক্ষা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত উল্লাপাড়ায় প্রতি মণ খিড়ার দাম ১৭০০ টাকা, দামে খুশী কৃষক জয়পুরহাট পাঁচবিবিতে জিয়া পরিষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত শাজাহানপুরে জিয়া সাইবার ফোর্সের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে অস্ত্র নিয়ে মহড়া, শঙ্কিত ভোটাররা

নিউজ ডেস্কঃ
  • রবিবার, ১১ জুন, ২০২৩
bogra times 208
print news

সিলেটে অস্ত্র নিয়ে মহড়া, শঙ্কিত ভোটাররা।

সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে। নগরীতে চাপা উত্তেজনাও বাড়ছে। এরই মধ্যে সিলেট নগরীতে অস্ত্রের মহড়াও শুরু হয়েছে। শান্ত সিলেট নগরীতে অস্ত্রের ঝনঝনানি সাধারণ মানুষকে শঙ্কিত করে তুলেছে। 

শুক্রবার (৯ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়ির সামনে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আফতাব হোসেন খানের আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হুমকির ঘটনায় নগরবাসী বিস্মিত। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পুলিশ শনিবার সকালে এ ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে । 

আটক তিনজন হলেন আতিকুর রহমান, জুবের আহমদ ও নুরুজ্জামান। তারা তিনজনই নগরীর বনকলাপাড়া এলাকার বাসিন্দা এবং আফতাব হোসেন খানের অনুসারী। 

ভাইরাল হওয়া সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, নগরের ১৩/১৩ সুবিধবাজার দিঘীর পাড় কাউন্সিলর প্রার্থী সাঈদ আব্দুল্লার বাসার সামনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দেন ঘুড়ি মার্কার কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খান। এ সময় কয়েকটি মোটরসাইকেলে থাকা যুবকরা অপর প্রার্থী সাঈদ আব্দুল্লাহর বাসার মূল ফটকের সামনে অস্ত্র প্রদর্শন করেন। 

ঘটনার সময় আরেকটি মোটরসাইকেলে কাউন্সিলর প্রার্থী আফতাব হোসেন খানকেও দেখা যায়। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী সায়ীদ আব্দুল্লাহ রিটার্নিং কর্মকর্তা বরাবর অভিযোগ দেন। অভিযোগে তিনি নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের অনুরোধ জানান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) সুদীপ দাস বলেন, শনিবার সকালে বিমানবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক তিনজনের দুজন সেদিনের ঐ মহড়ায় অংশ নেয়। ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews