বিএনপি লবিস্ট নিয়োগ করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে -ও.কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আজকে বাংলাদেশের নির্বাচন নিয়ে শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাইরেও খেলা চলছে। চক্রান্ত চলছে। লবিস্ট নিয়োগ করেছে কোটি কোটি ডলার ব্যয় করে। তাদের লবিস্ট নিয়োগ করার টাকার অভাব নেই। ক্ষমতায় না থাকলেও সেই অর্থ তাদের আছে। লবিস্ট নিয়োগ করে আজ বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
বৃহস্পতিবার কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী (আষাঢ়-শ্রাবণ-ভাদ্র) বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের দলীয় প্রধান কার্যালয়ের মিলনায়তনে এক আলোচনার সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।ওবায়দুল কাদের বলেন, অগণতান্ত্রিক সরকার যখন এসেছে, তখন তারা গাছ উজাড় করেছে, বনজ সম্পদ উজাড় করেছে, বৃক্ষকে শত্রু মনে করেছে। ইকোনমিস্টের সমীক্ষায় বলছে, বসবাস অনুপযোগী রাষ্ট্রের তালিকায় ১৪০ দেশের মধ্যে আমাদের অবস্থান ১৩৭তম। এর মূল কারণ বৃক্ষ নিধন ও নদী দূষণ//।
বিশ্বের অন্যান্য অনেক দেশের চেয়ে বাংলাদেশ ভালো আছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘কৃষিকে এখানে গবেষণামূলক কর্মকাণ্ডে মধ্য দিয়ে আধুনিকায়ন করেছি। যান্ত্রিকীকরণ করেছি, তার ফলে আমাদের খাদ্য ঘাটতি নেই। পেটে যখন খাবার আছে তখন অন্যগুলো সামাল দেওয়া যায়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী। আরও উপস্থিত ছিলেন কৃষক লীগের সহ-সভাপতি মাহবুব-উল-আলম শান্তি, শেখ জাহাঙ্গীর আলম, এস এম আকবর আলী চৌধুরী, হোসনে আরা, কৃষিবিদ মো. নজরুল ইসলাম, আবুল হোসেন, অ্যাডভোকেট মো. রেজাউল করিম হিরন, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা, নুরে আলম সিদ্দিকী হক, নাজমুল হক পানু প্রমুখ//।