মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ফ্যাসিস্ট আ. লীগের অঙ্গ
সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ যে কর্মসূচি ঘোষণা করেছে তা প্রতিহত করতে শনিবার দুপুরে
নওগাঁর মহাদেবপুর বাসষ্ট্যান্ডে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ
জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল। উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেটের
নির্দেশনায় এদিন দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ডের ব্যাংক এশিয়ার সামনে থেকে বিক্ষোভ
মিছিলটি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বটতলায় এসে শেষ হয়।
জাতীয়তাবাদী যুবদল মহাদেবপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য কাজী
সামছুজ্জোহা মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদল
মহাদেবপুর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক কাজী আব্দুস সোবহান, গোলাম ইয়াজদানী
সাম্মী, উপজেলা ছাত্রদলের আহŸায়ক শাকিল ইসলাম প্রমুখ। এ সময় বিএনপি, যুবদল, ছাত্রদল,
স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী
উপস্থিত ছিলেন।