শেরপুর,বগুড়া প্রতিনিধি:- শীতকালীন ঘন কুয়াশা উত্তরবঙ্গের অনেক এলাকার মতো বগুড়ায় যান চলাচলে প্রভাব ফেলছে। ঢাকা-বগুড়া মহাসড়ক কুয়াশায় আচ্ছন্ন থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন এবং দুর্ঘটনা এড়াতে চালকদের সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।
রবিবার (২ জানুয়ারি ) সকাল সারে ৭ টায় ঢাকা- বগুড়া মহাসরকের শেরপুর, সাজাহানপুর ও সদরে দেখা যায় এমন চিত্র ।
মহাসড়কে চলাচলকারী একাধিক চালক জানিয়েছেন, কুয়াশার কারণে রাস্তার দৃষ্টিসীমা কমে গেছে । তাই সতর্কতার কারনে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করছেন ।
বগুড়ার শেরপুরে পথচারী সেলিম হোসেন বলেন, “সকাল থেকে প্রচণ্ড কুয়াশার কারণে রাস্তার দূরত্ব বোঝা যাচ্ছে না। গাড়িগুলো খুব ধীরগতিতে চলছে, ফলে আমাদেরও রাস্তা পার হতে সমস্যায় পড়তে হচ্ছে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনার আশঙ্কা বেশি থাকে।”
আরেক পথচারী রোকেয়া বেগম বলেন, “আমি সকালে বগুড়া থেকে শাহজাহানপুরের দিকে যাচ্ছিলাম। কুয়াশা এত বেশি ছিল যে সামনের গাড়িগুলো প্রায় চোখেই পড়ছিল না। রাস্তা পার হতে বেশ ভয় পেয়েছি। প্রশাসনের উচিত এই পরিস্থিতিতে মহাসড়কে আরও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া।”
গত তিন দিনে বগুড়া জেলায় বেশ কয়েকটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। গত ৩১ জানুয়ারি বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা বাসস্ট্যান্ড এলাকায় ঘন কুয়াশার কারণে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাছবাহী ট্রাকের হেলপার নিহত হন এবং দুইজন আহত হন।
বগুড়া আবহাওয়া অফিসের তথ্যমতে, শীতকালীন ঘন কুয়াশা আগামী কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। বিশেষ করে ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশার তীব্রতা বেশি থাকবে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আবহাওয়ার সামান্য পরিবর্তন শুরু হতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ধীরে ধীরে কমে আসবে।