কালাইয়ে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
তৌহিদুল ইসলাম কালুকদার লায়নর, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি ঃ
জয়পুরহাটের কালাইয়ে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা’র উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিন ব্যাপী (২০-২২জুন) কৃষি প্রযুক্তির মেলা ২০২৩ এর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মিনফুজুর রহমান মিলন।
পরে এই কৃষি প্রযুক্তি মেলার অংশ নেওয়া ১১টি স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
উক্ত অনুষ্ঠানের কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথির সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেহেদী হাসানের সঞ্চালনায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উক্ত আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা সাবানা আক্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ-সম্পাদক মো. ফজলুর রহমান, কালাই কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলা বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ মুনীশ চৌধুরী, উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. ছালজারুল আলম প্রমুখ।
পরে ২০২২/২৩ অর্থ বছরে ২০২৩/২৪ খরিপ ২ মৌসমে আমন ধানের উপশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণদনার আওতায় উপজেলার ১৬০০ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে ৫ কেজি ধানের বীজ এবং ১০ কেজি ডেপ সার, ১০ কেজি এমওপি সার করে বিতরণ করা হয়।