পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদে নিয়মিত গ্রাম আদালত কার্যালয় পরিচালনার মাধ্যমে সক্রিয়করণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদ হলরুমে গ্রাম আদালতের কার্যালয় পরিচালনা করেন চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন চৌধুরী আবু। পরিষদের সকল ইউপি সদস্য ও মামলার বাদী-বিবাদীর উপস্থিতিতে চেয়ারম্যান কতৃক পরিচালিত গ্রাম আদালত কার্যক্রমটি স্বচক্ষে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান। এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু ,উপজেলা কো-অর্ডিনেটর মোঃ সৈয়দ আলী, ইউপি সদস্য ফয়সাল হোসেন সহ অনেকেই। উপজেলা কো-অর্ডিনেটর সৈয়দ আলী বলেন, আজকে উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সক্রিয়করণ ( তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় বাদী বিবাদীর উপস্থিতিতে গ্রাম আদালত পরিচালিত হলো।
তিনি আরো বলেন, আজকের আদালতের রায়ে উভয়পক্ষই সন্তোষ প্রকাশ করেছেন।