সর্বশেষ :

বাবার মতো শ্রদ্ধা করতাম, তিনিই চুম্বনের চেষ্টা করেন: মালতি চাহার


বিনোদন ডেস্কঃ-
ডিসেম্বর ২২, ২০২৫ । ১০:৫২ পূর্বাহ্ণ
বাবার মতো শ্রদ্ধা করতাম, তিনিই চুম্বনের চেষ্টা করেন: মালতি চাহার
সংগৃহীত ছবি

বিনোদন ডেস্ক | ২২ ডিসেম্বর, ২০২৫

ভারতীয় চলচ্চিত্র জগতের পর্দার পেছনের অন্ধকার দিক নিয়ে এবার মুখ খুললেন জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার। বিগ বস ১৯-এর মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই তারকা সম্প্রতি এক পডকাস্টে বলিউডের এক প্রবীণ পরিচালক ও দক্ষিণ ভারতের এক নামি প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্তা ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এনেছেন।

শ্রদ্ধার আড়ালে কদর্য রূপ

উপস্থাপক সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে মালতি জানান, বলিউডের এক প্রবীণ পরিচালক—যাকে তিনি বাবার মতো শ্রদ্ধা করতেন—তার হাতে তিনি লাঞ্ছিত হন। মালতি বলেন:

“একটি প্রজেক্ট শেষ হওয়ার পর বিদায় নেওয়ার সময় আমি সৌজন্যবশত তাকে আলিঙ্গন করতে যাই। তখন তিনি আচমকা জোরপূর্বক আমার ঠোঁটে চুম্বন করার চেষ্টা করেন। আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম। ওই বয়সের একজন মানুষ এমনটা করতে পারেন, তা আমার কল্পনার বাইরে ছিল।”

দক্ষিণী সিনেমার সেই ‘কুপ্রস্তাব’

কেরিয়ারের শুরুর দিকের স্মৃতিচারণ করে মালতি জানান, দক্ষিণ ভারতের এক বড় প্রযোজকের ছবির অডিশন দিতে গিয়েও তিনি কাস্টিং কাউচের শিকার হন। অডিশন ও চিত্রনাট্য পাঠ শেষে তাকে হোটেলের ঘরে দেখা করতে বলা হয়। মালতি সেখানে না যাওয়ায় ওই ব্যক্তি তাকে ফোন করে ইন্ডাস্ট্রির ‘কাজের ধরন’ (কম্প্রোমাইজ) বোঝার ইঙ্গিত দেন। তবে নিজের নীতিতে অটল মালতি সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন এবং কাজ হারানোর পরোয়া করেননি।

নতুনদের প্রতি বার্তা: ‘আত্মসম্মান বিসর্জন নয়’

ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন মালতি চাহার ইন্ডাস্ট্রিতে নিজের সীমানা নির্ধারণ নিয়ে অত্যন্ত স্পষ্টবাদী। তিনি মনে করেন, পুরুষরা তাদের ক্ষমতার অপব্যবহার করে নারীদের প্রলুব্ধ করার চেষ্টা করবেই, কিন্তু মানসিকভাবে শক্তিশালী থাকা জরুরি। তিনি বলেন:

  • নিজের ব্যক্তিত্ব ও শরীরী ভাষা দিয়ে অনেক অনভিপ্রেত পরিস্থিতি এড়ানো সম্ভব।

  • কাজ হারালেও আত্মসম্মান বিসর্জন দেওয়া উচিত নয়।

  • কাউকে অন্ধভাবে বিশ্বাস করে অতি উচ্চ আসনে বসানো ঠিক নয়।

মালতি জানান, তার বাবার প্রবল সমর্থন ও শক্তির কারণেই তিনি এসব প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে পেরেছেন। বিনোদন জগতে টিকে থাকতে হলে নতুনদের নিজের ওপর বিশ্বাস রাখার ও সাহসী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।


বিটি/এনআরসিএ


[scriptless]