সর্বশেষ :

উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা: ঝুঁকিতে মহাসড়ক


এনাম হকঃ-
ডিসেম্বর ২৮, ২০২৫ । ৪:৩৮ পূর্বাহ্ণ
উত্তরাঞ্চলে হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশা: ঝুঁকিতে মহাসড়ক
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক | ২৮ ডিসেম্বর, ২০২৫

বগুড়া ও উত্তরাঞ্চল: সারাদেশে জেঁকে বসেছে শীত। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পথঘাট, যার ফলে বগুড়া-ঢাকা মহাসড়কসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বগুড়া জেলা ও শেরপুর উপজেলাসহ আশেপাশের এলাকায় রাত ৯টার পর থেকেই ঘন কুয়াশা নামছে। কুয়াশার তীব্রতায় দৃষ্টিসীমা ১ মিটারের কাছাকাছি নেমে আসায় হেডলাইট জ্বালিয়েও চালকদের পথ চলতে হিমশিম খেতে হচ্ছে। এতে করে ঢাকা-বগুড়া মহাসড়কে যাতায়াতকারী যাত্রী ও চালকরা দুর্ঘটনার আশঙ্কায় থাকছেন।

টানা কয়েকদিনের হাড়কাঁপানো শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ধরলা নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ। শীতবস্ত্রের তীব্র সংকটের পাশাপাশি কাজকর্ম কমে যাওয়ায় চরম খাদ্য ও অর্থকষ্টে দিন কাটছে তাদের। কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ঘাটের মাঝি শাহ আলম জানান, ঘন কুয়াশার কারণে নৌকা চালানো অসম্ভব হয়ে পড়েছে, ফলে গত দুদিন ধরে তার কোনো আয় নেই। সরকারি-বেসরকারি কিছু ত্রাণ পৌঁছালেও চরাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর বড় অংশই এখনো শীতবস্ত্রের অপেক্ষায় রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যশোর, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

  • দেশের সর্বনিম্ন তাপমাত্রা: যশোর (৯ ডিগ্রি সেলসিয়াস)

  • চুয়াডাঙ্গা: ৯.৬ ডিগ্রি (বাতাসের আর্দ্রতা ৯৫%)

  • রাজশাহী: ১০.৪ ডিগ্রি

  • রংপুর: ১১.২ ডিগ্রি

  • ঢাকা: ১৩.৫ ডিগ্রি

  • বগুড়া ১৮ ডিগ্রি
  • অন্যান্য: দিনাজপুর ১১.৫, তেঁতুলিয়া ১১.০ এবং কুড়িগ্রামে ১১.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানান, তাপমাত্রা কমার পাশাপাশি বাতাসে আর্দ্রতা বেশি থাকায় শীতের অনুভূতি তীব্র হচ্ছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বয়স্ক ও শিশুদের বাড়তি সতর্কতায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

দুস্থ মানুষের সহায়তায় স্থানীয় প্রশাসন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।


বিটি/এনআরসিএ


[scriptless]