1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
বগুড়ার সোনাতলায় যমুনার পানি কমতেই নদী ভাঙন শুরু » Daily Bogra Times
Logo শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১২:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ার সোনাতলায় যমুনার পানি কমতেই নদী ভাঙন শুরু ইউক্রেনীয় বাহিনী থেকে পালালো ১ লাখেরও বেশি সেনা পাঁচবিবিতে নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানাকে স্কাউটসের বিদায়ী সংবর্ধনা জয়পুরহাটে একই স্থানে বিএনপির ২ গ্রুপ কাউন্সিল ও সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি সারিয়াকান্দিতে কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে  বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন বিরামপুরে জামায়াতের পল্টন ট্রাজেডি দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল কেরোসিন ও ডিজেলের দাম কমলেও অকটেন-পেট্রল বিক্রি একই দামে ঢাকার মোঃপুরে বাড়ির ছাদে ‘জবাই’ ঘটনা সম্পর্কে যা জানা গেল বগুড়ায় শহীদ খোকন পার্কে কৃষক সমিতির  সমাবেশ সফল করতে হাটসভা ও কৃষক বৈঠক সাঁথিয়ায় বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের আহবায়ক কমিটি গঠন বগুড়ায় স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড ইলন মাস্ক কেন ট্রাম্পের পেছনে এতো টাকা ঢালছেন? রোহিঙ্গাদের উ’আমেরিকায় পুনর্বাসনে কাজ করছে যুক্তরাষ্ট্র বিসিএস পরীক্ষা দেওয়া নিয়ে নতুন সিদ্ধান্ত

বগুড়ার সোনাতলায় যমুনার পানি কমতেই নদী ভাঙন শুরু

বগুড়া প্রতিনিধিঃ-
  • শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
বগুড়ার সোনাতলায় যমুনার পানি কমতেই নদী ভাঙন শুরু
print news

বগুড়ার সোনাতলা উপজেলার মাঝ দিয়ে বয়ে গেছে যমুনা নদী। দীর্ঘদিন ধরে নদী ভাঙন চলে আসছে এ এখানে। পানি কমতে থাকায় নদীপারের কয়েকটি গ্রামে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে এসব গ্রামের তিন শতাধিক পরিবার বাড়িঘর অন্যত্র সরিয়ে নিয়ে গেছে

নদীপারের বাসিন্দারা বলছেন, অক্টোবরে বন্যা না থাকলেও অতিবৃষ্টির কারণে নদীর পানি বেড়ে যায়। এখন পানি নামতে শুরু করেছে। ফলে ২৫ অক্টোবর থেকে উপজেলার পাকুল্যা ইউনিয়নের মির্জাপুর, পূর্ব সুজাইতপুর, রাধাকান্তপুর, আমতলী, মুশারপাড়া, আউচারপাড়া, মহব্বতের পাড়া, জন্তিয়ারপাড়া, চরসরলিয়া, পূর্ব তেকানী, চুকাইনগরে ভাঙন দেখা দিয়েছে।

উপজেলার মির্জাপুর গ্রামের বাহার উদ্দিন, লতিফ, সোনা মিয়া জানান, ১৭-১৮ বছর ধরে যমুনা নদীতে অব্যাহত ভাঙন দেখা দিয়েছে। নদী এখন ঘরের সামনে চলে এসেছে। এভাবে ভাঙতে থাকলে কয়েকদিনের মধ্যে ঘরবাড়ি বিলীন হয়ে যাবে। অনেকেই পরিবার নিয়ে অন্যত্র চলে গেছেন। প্রতি বছর বন্যা এবং বন্যা-পরবর্তী ভাঙনে শত শত একর আবাদি জমি, গাছপালা, বাড়িঘর বিলীন হয়ে যাচ্ছে। পরিবারগুলো দূরে চলে যাচ্ছে। এরমধ্যে আমরা চেয়ারম্যানের কাছে গিয়ে আমাদের বাড়ি নদীর ভেতরে যাওয়ার কথা বললে তিনি নদীর পারে বস্তা ফেলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এখন আমরা কিছুটা রেহাই পাব।

কাজের দায়িত্বে থাকা বগুড়া পানি উন্নয়ন বোর্ডর কার্যসহকারী নুর ইসলাম জানান, সামান্য বন্যা হলেও তেমন কোনো ক্ষতি হয়নি। তবে শুষ্ক মৌসুমে নদীর পানি কমতে থাকায় কোথাও কোথাও ভাঙন দেখা দিয়েছে। সোনাতলা উপজেলায় ভাঙন শুরু হওয়ার আগে চলতি বছর মির্জাপুর গ্রামে ভাঙন দেখা দেয়। সেখানে ২ হাজার ৩৩৫ জিও ব্যাগের মধ্যে ১০০ ব্যাগ বাকি ছিল, সেটা ফেলা হচ্ছে।

সোনাতলা উপজেলার পাকুল্যা ইউপি চেয়ারম্যান একেএম লতিফুল বারী টিম জানান, যমুনা নদীপারের মানুষ খুব সাহসী ও দরিদ্র। কিন্তু চারপাশ থেকে যখন নদী ভাঙন শুরু হয়, তখন কিছু করার থাকে না। ভিটেমাটি সব নদীতে চলে যায়। কয়েক দিন ধরে নদীর পানি কমতে থাকায় পাকুল্যা ইউনিয়নে ভাঙন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন থেকে উদ্যোগ নেয়া হয়েছে। নদী ভাঙন রোধ করা কঠিন। তবে মির্জাপুর গ্রামে নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বস্তা ফেলানোর কাজ করছে।

বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান,পানি কমতে থাকায় পাকুল্যা ইউনিয়নের মির্জাপুরে ভাঙন দেখা দিয়েছে। সেখানে কিছু জিও ব্যাগ ফেলে মির্জাপুরের ভাঙন নিয়ন্ত্রণ করা হয়েছে।ভাঙন রোধে বা প্রয়োজনে আরো জিও ব্যাগ ফেলা হবে।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews