bogra times
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬

বিসিবির অটল অবস্থান: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে যাবে না বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্কঃ-
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাকা, ১৪ জানুয়ারি ২০২৬:

আসন্ন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে বিসিবি তাদের ম্যাচগুলো ভারতের বাইরে স্থানান্তরের দাবি জানালেও, আইসিসি সূচি পরিবর্তন না করে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে বিসিবি তাদের অবস্থান থেকে এক ইঞ্চিও সরবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সের পর এ তথ্য নিশ্চিত করেছে বিসিবি। বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিসিবির সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মিটিং শেষে বলেন, “আমরা আমাদের অবস্থানেই আছি। আমরা পজিটিভ আছি, কিন্তু অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে, আলোচনার পথ খোলা রয়েছে।”

এর আগে বিসিবির বিবৃতিতে জানানো হয়, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে ভ্রমণ না করার সিদ্ধান্ত অটুট। একইসঙ্গে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে (বিশেষ করে সহ-আয়োজক শ্রীলঙ্কায়) স্থানান্তরের অনুরোধ জানানো হয়েছে।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে এবং বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি ও লোগো:

এই সিদ্ধান্তের পেছনে ভারত-বাংলাদেশের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনা ও বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে ছাড়ার ঘটনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিসিবি জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার।

এখন দেখার বিষয়, এই জটিলতায় আইসিসি কী পদক্ষেপ নেয়। টুর্নামেন্ট ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ায় সময় খুবই কম। বিসিবির এই অবস্থান টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন ও অংশগ্রহণে নতুন মোড় আনতে পারে।