bogra times
ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬

বিয়ের পিঁড়িতে বসছেন রাফসান সাবাব ও জেফার

বিনোদন ডেস্কঃ-
জানুয়ারি ১৪, ২০২৬ ৭:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিনোদন ডেস্ক: শোবিজ অঙ্গনে দীর্ঘদিনের চর্চিত গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান। দুই তারকার ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে যে, আগামীকাল বুধবারই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে যাচ্ছে।

একনজরে বিয়ের আয়োজন

  • তারিখ: আগামীকাল, বুধবার।

  • স্থান: ঢাকার অদূরে আমিনবাজারের একটি রিসোর্ট।

  • প্রস্তুতি: গত এক সপ্তাহ ধরে অত্যন্ত গোপনীয়তার সাথে বিয়ের আয়োজন চলছে।

  • ঘোষণা: বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর এই তারকা দম্পতি নিজেরাই গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা প্রেম

গত কয়েক বছর ধরেই রাফসান ও জেফারকে নিয়ে বিনোদন পাড়ায় কানাঘুষা চলছিল। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তাদের উপস্থিতি এবং থাইল্যান্ডে কাটানো একান্ত সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়। তবে এতদিন এই দুই তারকা বিষয়টিকে নিছক ‘বন্ধুত্ব’ বলেই দাবি করে আসছিলেন। অবশেষে বিয়ের সিদ্ধান্তের মাধ্যমেই সব জল্পনার ইতি টানলেন তারা।

অতীত ও বিচ্ছেদ প্রসঙ্গ

উল্লেখ্য, রাফসান সাবাব এর আগে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। ২০২৩ সালের শেষের দিকে তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। সে সময় রাফসান বিচ্ছেদকে ‘সম্মানজনক সমাধান’ হিসেবে উল্লেখ করলেও, তার সাবেক স্ত্রী এশা জানিয়েছিলেন যে তিনি এই বিচ্ছেদ চাননি।

সানিয়া এশার সাথে বিচ্ছেদের পরপরই জেফারের সঙ্গে রাফসানের সম্পর্কের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তখন সরাসরি কোনো মন্তব্য না করলেও এখন তারা স্থায়ীভাবে এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।